রণবীর সিং যেন সবসময়ই চমক দিতে ভালোবাসেন। ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রোমান্সে মন ভোলানোর পর এবার তিনি ফিরছেন রহস্যে মোড়া এক নতুন ছবির শুটিংয়ে। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে চলছে এই ছবির কাজ। তবে এ নিয়ে নির্মাতারা এখনো মুখে কুলুপ এঁটেছেন। কোনো অফিসিয়াল ঘোষণা নেই, নেই কোনো পোস্টার বা টিজার। তবু বলিউড পাড়ায় গুঞ্জন, এটা হতে চলেছে এক বড়সড় চমক।
শোনা যাচ্ছে, এই শুটিং কোনো পূর্বঘোষিত ছবির নয়। কেউ বলছেন, এটা নতুন কোনো বড় বাজেটের কোলাবরেশন, কেউ বলছেন, ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানানো বিশেষ কোনো সিনেমা বা সিরিজ। মেহবুব স্টুডিওর সেটে টানা শুটিং দেখে বলিউড মহলে আলোচনার ঝড়, রণবীরের এই গোপন প্রজেক্ট যে সাধারণ কিছু নয়, সেটা প্রায় নিশ্চিত।
তবে গোপন রহস্যের বাইরে রণবীরের আসন্ন ছবির তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। এর মধ্যে আছে ‘ধুরন্ধর’, যা এক গোয়েন্দা থ্রিলার। এই ছবিতে তার সঙ্গে থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল আর অক্ষয় খান্নার মতো অভিনেতারা। ছবিটি পরিচালনা করছেন আদিত্য ধর।
এ ছাড়া সবচেয়ে আলোচিত প্রজেক্ট ‘ডন থ্রি’। এই কাল্ট সিরিজে শাহরুখ খানের জায়গায় নতুন ডন হিসেবে দেখা যাবে রণবীরকে। পরিচালনায় থাকছেন ফারহান আখতার। সিনেমাপ্রেমীরা অপেক্ষায়, কেমনভাবে রণবীর এই চরিত্রকে নিজের রঙে রাঙাবেন।
এ ছাড়াও রণবীরের নাম ঘুরছে আরও কয়েকটি গুঞ্জনপ্রজেক্টে। শোনা যাচ্ছে, ভারতীয় কমিক বইয়ের কিংবদন্তি সুপারহিরো ‘শক্তিমান’ চরিত্রে তিনিই চূড়ান্ত হতে পারেন। আবার ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সে তাকে দেখা যেতে পারে এক ক্রসওভার ছবিতে।
সব মিলিয়ে ২০২৫ সাল হতে যাচ্ছে রণবীর সিং এর জন্য এক রঙিন ঝড়ের বছর। যে শুটিং এখন মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে হচ্ছে, সেটাই হতে পারে তার কেরিয়ারের আরেকটি বড় মোড়। রহস্যে মোড়া এই কাজ নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। বলিউডের এই বহুরূপী তারকা এবার ঠিক কী চমক দিতে চলেছেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
এফপি/ টিএ