রকিবুলের ধারণা, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর উদাহরণ অবশ্য আছে। আবার ঘুরে না দাঁড়াতে পারার নজিরও রয়েছে একাধিক।
রকিবুল হাসান বলেন, ‘যেভাবে ব্যাটাররা আউট হয়েছে, অবাক লাগে। আরেকটু সতর্ক থাকা উচিত ছিল। ১০০ হওয়ার পর জয়ের আভাস পাচ্ছিলাম। কিন্তু লেগ-স্পিন খেলতে পারলাম না আমরা।’
ওয়ানিন্দু হাসারাঙ্গা বাংলাদেশকে ধসিয়ে দেন। মাত্র ১০ রানে চার উইকেট নেন এই লেগ-স্পিনার। রকিবুল বলেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেটে ভালো লেগ-স্পিনারদের বিপক্ষে খেলতে পারি না। লেগ-স্পিনারদের বিপক্ষে ভালো খেলার খুব বেশি উদাহরণ নেই আমাদের। ঘরোয়া ক্রিকেটের দলগুলোও লেগ-স্পিনার খেলানোর চেষ্টা করে না। আমাদের একমাত্র রিশাদ হোসেন। সে খেলতে পারেনি পেটের পীড়ায় ভোগায়।’
তিনি বলেন, ‘হৃদয় (তাওহিদ) যেভাবে আউট হয়েছে, সে বোঝেনি যে বলটা গুগলি ছিল। বল ও প্যাডের মাঝখানে অনেক ফাঁক ছিল। এসব জায়গা থেকে শিক্ষা নিতে হবে।’
শারীরিকভাবে ফিট থাকার ওপরও নজর দিতে বললেন রকিবুল, ‘আমি সাকিব, তামিম, মুশফিক, রিয়াদকে কাছ থেকে দেখেছি। তারা ভাত খেতে চাইত না। এটা নিজের ওপর নিয়ন্ত্রণের বড় উদাহরণ। খেললেই শুধু হয় না। ফিটনেস ঠিক রাখা আরও বেশি জরুরি।’
তিনি বলেন, ‘মিরাজকে দেখে মনে হয়েছে, তার বোলিংয়ের ধার কমে গেছে। অধিনায়কের দায়িত্বের সঙ্গে সবকিছু ঠিক রাখতে হবে। তবে হতাশ হলে চলবে না। এখান থেকে ঘুরে দাঁড়ানোর আশা করতেই পারি। পরের ম্যাচে সব বিভাগে ভালো করে জিতব আশা করি।’ আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
ইউটি/এসএন