ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। পাশাপাশি পৃথক মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১৮৮ বোতল ভারতীয় মদ।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকদের মধ্যে রয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার সুনীল সরকারের ছেলে সঞ্জয় সরকার (৪২), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের উষাকান্ত বিশ্বাসের ছেলে শান্তি রাম বিশ্বাস (২৮) এবং একই উপজেলার রাহুথড় গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৪০)। এছাড়া আটক অন্য সাতজনের মধ্যে চারজন শিশু ও তিনজন নারী রয়েছেন।
বিজিবি জানায়, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন খোসালপুর, কুসুমপুর ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া মাধবখালী, যাদবপুর ও রাজাপুর বিওপি'র পৃথক অভিযানে উদ্ধার করা হয় মোট ১৮৮ বোতল ভারতীয় মদ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমআর