শুক্রবার মুক্তি পেল অনুরাগ বসু পরিচালিত বহু প্রতীক্ষিত ‘মেট্রো ইন দিনো’। যে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দর্শনা বণিক। প্রিমিয়ারে উপস্থিত থাকতে একদিন আগেই মুম্বইতে উড়ে গিয়েছিলেন দর্শনা বণিক। আর তারকাখচিত ঝলমলে প্রিমিয়ারের রাতে বলিউড অভিনেতাদের সঙ্গে লাল গালিচায় নজর কাড়লেন তিনিও। পরনে লাল জাম্পস্যুটে টলিউড নায়িকার থেকে যেন চোখ ফেরানো দায় হয়ে উঠেছিল!
প্রিমিয়ারের অনুষ্ঠান থেকেই ভাইরাল একটি ছবি। যেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে একফ্রেমে দেখা গেল দর্শনা বণিককেও। আর সেই ছবি ঘিরেই চর্চা তুঙ্গে! অনুরাগীদের কৌতূহল, তাহলে কি কার্তিকের সঙ্গে জুটি বাঁধছেন দর্শনা বণিক?
অভিনেত্রী ইতিমধ্যেই একাধিক হিন্দি প্রজেক্টে কাজ করে ফেলেছেন। শুধু তাই নয়, বিক্রম বাট পরিচালিত মূলধারার বাণিজ্যিক বলিউড সিনেমার মুখ্য ভূমিকাতেও অভিনয় করে ফেলেছেন। উপরন্তু তাঁর ‘মেট্রো ইন দিনো’ পারফরম্যান্সে মুগ্ধ অনুপম খেরের মতো সিনিয়র অভিনেতা। প্রিমিয়ারেই দর্শনাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বঙ্গকন্যাকে জড়িয়ে ধরে সারা আলি খানও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। তবে কার্তিকের সঙ্গে আপাতত তাঁর জুটি বাঁধার কোনও খবর নেই। আসলে অনুরাগ বসুর পরবর্তী সিনেমা ‘আশিকি ৩’-এর হিরো হিসেবে ‘মেট্রো ইন দিনো’র প্রিমিয়ারে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ানও। সেখানেই একফ্রেমে বন্দি হন দর্শনা বণিক এবং বলিউড অভিনেতা। আর সেই ছবি দেখেই জল্পনার সূত্রপাত। উল্লেখ্য, স্ত্রী দর্শনার সিনেমা দেখতে এদিন প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সৌরভ দাসও। ফ্রেমের একপাশে তাঁকেও দেখা যায়।
প্রসঙ্গত, দর্শনা বণিক সম্প্রতি বিক্রম ভাটের হরর থ্রিলার সিনেমা ‘বিরাট’-এর শুটিং শেষ করেছেন। এই সিনেমায় দর্শনার সঙ্গে অভিনয় করেছেন মিঠুনপুত্র নমাশি চক্রবর্তী। গল্পটা কীরকম? জানা গেল, ব্রিটিশ শাসনকালে উত্তর ভারতের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘বিরাট’-এর চিত্রনাট্য। সেসময়ে রেললাইন তৈরির জন্য শেরাওয়ালির মন্দির ভাঙার চেষ্টা করে ইংরেজরা। সেখান থেকেই গল্প অন্যদিকে বাঁক নেয়। দৈবশক্তিতে বাধাপ্রাপ্ত হয় ইংরেজদের রেললাইন তৈরির কাজ। সূত্রের খবর, এই পিরিয়ড সিনেমায় বণ্যপ্রাণ সংরক্ষণের বার্তাও দেওয়া হবে। ভিএফএক্স এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জানা গেল, ইতিমধ্যেই মুম্বইতে সেট তৈরি করে কিছু অংশের শুট হয়ে গিয়েছে। বাকিটা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে হওয়ার কথা। উল্লেখ্য, বিক্রম ভাটের বলিউড সিনেমার জন্যই সৃজিত মুখোপাধ্যায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্র হাতছাড়া হয়েছে দর্শনা বণিকের। অতঃপর বঙ্গকন্যার বৃহস্পতি যে বর্তমানে তুঙ্গে, তা বলাই বাহুল্য।
এসএন