কদিন আগেও শোনা যাচ্ছিল বার্সেলোনায় যোগ দিতে ইচ্ছুক নিকো উইলিয়ামস। স্প্যানিশ ফরোয়ার্ডকে দলে ভেড়াতে তাই অর্থের জোগান শুরু করেছিল কাতালান ক্লাব। তবে এখন আর সেই অর্থের প্রয়োজন নেই।
যাকে নিতে আয়োজন করছিল বার্সেলোনা সেই নিকো আর আসছেন না।
‘ঘরেই’ থাকছেন তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে আজ নতুন করে ৮ বছরের চুক্তি করেছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড। আগের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকায় এখন তার মেয়াদ বেড়ে ২০৩৫ হচ্ছে। বিষয়টি উভয় পক্ষই আজ নিশ্চিত করেছে।
বিলবাও তাদের বিবৃতিতে লিখেছে, ‘আগামী ১০ মৌসুম প্রাণের ক্লাবে থাকছে লাল-সাদা জার্সির উইঙ্গার। সঙ্গে তার রিলিজ ক্লজ আগের চেয়ে ৫০ শতাংশ বেড়েছে।’ আগের রিলিজ ক্লজ ছিল ৫ কোটি ৮০ লাখ ইউরো।
নতুন করে চুক্তির বিষয়ে হৃদয়ের ডাক শুনেছেন বলে জানিয়েছেন নিকো।
এখন পর্যন্ত ৩১ গোল করা স্প্যানিশ ফরোয়ার্ড বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়ার সময় যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছি তা হলো হৃদয়ের ডাক। সেখানেই আছি, যেখানে কাছের মানুষদের সঙ্গে থাকতে চেয়েছি। এটা আমার ঘর।’
কেএন/টিকে