মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ক্রিকেটকে বিদায় জানানোর ৫ বছর পরেও চর্চায় রয়েছেন । এবার আলোচনার বিষয় তার বিবাহবার্ষিকী ।বিবাহবার্ষিকীর এই বিশেষ মুহূর্তে সাক্ষী ধোনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও শেয়ার করেছেন, যেখানে তিনি এবং এমএস ধোনি হাত ধরে একসঙ্গে হাঁটছেন ।
হয়তো অনেকেই জানেন না যে, ধোনি এবং সাক্ষী সিংহ ধোনির (MS Dhoni Wife Sakshi Dhoni) বিয়ের কত বছর হল ।
মহেন্দ্র সিংহ ধোনি এবং সাক্ষী ধোনির বিয়ে হয় ৪ জুলাই ২০১০ সালে । তাদের বিবাহ অনুষ্ঠান দেহরাদূনের বিশ্রামতি রিসর্টে হয়েছিল । সম্প্রতি শেয়ার করা সোশ্যাল মিডিয়া পোস্টে সাক্ষী জানিয়েছেন যে, তাদের বিয়ের ১৫ বছর পূর্ণ হয়েছে এবং তারা এখন ১৬ বছরে পা দিয়েছেন । ধোনি এবং সাক্ষীর একটি মেয়ে আছে, যার নাম জিভা । জিভা ধোনির জন্ম হয় ৬ ফেব্রুয়ারি ২০১৫ সালে ।
এমএস ধোনি এবং সাক্ষী ধোনির প্রথম দেখা হয়েছিল ২০০৭ সালে । সাক্ষী সেই সময় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ইন্টার্ন হিসেবে কাজ করছিলেন । সাক্ষী ইন্টার্নশিপের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টের পড়াশোনা করছিলেন । মনে করিয়ে দেওয়া যাক, ভারতীয় দল ইডেন গার্ডেন্সে পাকিস্তানের সঙ্গে খেলতে এসেছিল ।
সেটি ছিল সাক্ষীর ইন্টার্নশিপের শেষ দিন, যখন তার ধোনির সঙ্গে প্রথম দেখা হয়েছিল । সেই সময় ধোনির জনপ্রিয়তা তুঙ্গে ছিল, কিন্তু সাক্ষী তাকে নাম বা চেহারা দিয়ে চিনতেন না ।
এমএস ধোনি প্রথমে সাক্ষী-কে কিছু মেসেজ করেন, কিন্তু সাক্ষীর প্রথমে বিশ্বাসই হয়নি যে স্বয়ং ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন তাকে মেসেজ করছেন । কিছু সময় পর তাদের বন্ধুত্ব হয় এবং মার্চ ২০০৮-এ তারা একে অপরের সঙ্গে ডেটিং করা শুরু করেন । তার ২ বছর পর সাত পাকে বাঁধা পড়েন ধোনি ও সাক্ষী ।
এমআর