ইসরায়েলকে সশস্ত্র বাহিনী বড় ধরনের শিক্ষা দিয়েছে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ১২ দিনব্যাপী ইসরায়েলের আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী দেশটিকে বড় ধরনের শিক্ষা দিয়েছে এবং যুদ্ধের বিস্তার পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া থেকে রোধ করেছে।

শুক্রবার (৪ জুলাই) আজারবাইজানের খানকেন্দিতে অনুষ্ঠিত ১৭তম ইকো শীর্ষ সম্মেলনে এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে আত্মরক্ষামূলক সামরিক পদক্ষেপ নিয়েছে।’

তিনি জানান, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ২(৪) নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে যুদ্ধ শুরু করে। এতে যুক্তরাষ্ট্রও অংশ নেয় এবং ইরানের ছুটিতে থাকা সামরিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বেসামরিক নাগরিক, শান্তিপূর্ণ পরমাণু স্থাপনা এবং জনগণের অবকাঠামোর ওপর অপরাধমূলক হামলা চালায়। এসব পরমাণু স্থাপনা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে ছিল।

পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় ইকো সদস্য দেশগুলোর ‘দায়িত্বশীল অবস্থান’ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, চলমান শীর্ষ সম্মেলন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের যুদ্ধোন্মত্ততার প্রভাব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আমন্ত্রণে ইকো সম্মেলনে অংশ নিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন রাতে ইরানের ওপর অকারণ ও একতরফা সামরিক আগ্রাসন চালায়। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষ নিহত হন। ইরানের আবাসিক ভবন ও শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়।

ওইদিনই ইরান প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে পাল্টা হামলা শুরু করে। তেলআবিব, জেরুজালেম ও হাইফায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমা লঙ্ঘন করে তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। পরদিন ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে ২৪ জুন যুদ্ধবিরতিতে যায় দুই দেশ।

ইরানি সরকারের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় অন্তত ৯৩৫ জন ইরানি নাগরিক নিহত হন, যাদের মধ্যে ১৪০ জন নারী ও শিশু। আহত হন আরও ৫ হাজার ৬৪০ জনের বেশি।

সূত্র: আইআরএনএ

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু Nov 10, 2025
img
ম্যান সিটির কাছে পাত্তাই পেল না লিভারপুল Nov 10, 2025
img
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল Nov 10, 2025
img
আসিফের সমালোচনা ফুটবলাঙ্গনে, প্রশ্ন ‘সুস্থতা’ ও ‘ভদ্রতা’ নিয়ে Nov 10, 2025
img
হঠাৎ মেট্রো রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল Nov 10, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক Nov 10, 2025
img
যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তাদের ভোট চাই না : ফজলুর রহামন Nov 10, 2025
img

সালথায় শামা ওবায়েদ

ধানের শীষের ভোটে কেউ যাতে হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে Nov 09, 2025
img
বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদল কর্মীর মৃত্যু Nov 09, 2025
img
ফুটবলাররা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে : আসিফ Nov 09, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি : রবি চৌধুরী Nov 09, 2025
img
সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা: জয়নুল আবেদীন Nov 09, 2025
img
ইরাকে কুয়েতের ৯টি বিমানের জরুরি অবতরণ Nov 09, 2025
img
রশিদে কম টাকা দেখিয়ে ধরা পড়া ভূমি কর্মকর্তা পদচ্যুত Nov 09, 2025
img
গাভির শূন্যতা অনুভব করছেন বার্সেলোনা কোচ হান্সি Nov 09, 2025
img
আর্জেন্টিনার ৭-০ গোলের জয় Nov 09, 2025
img
রহস্যময় মন্তব্যে বিতর্কে জড়ালেন অপরাজিতা Nov 09, 2025
img
অস্থির সময়ে শান্ত থাকার পরামর্শ দিলেন পরান বন্দ্যোপাধ্যায় Nov 09, 2025
img
জাহানারার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি Nov 09, 2025
img
সব পদ থেকে বিএনপির ৫ নেতা বহিষ্কার Nov 09, 2025