বলিউডের নতুন যুগের দরজায় কড়া নাড়ছে এক ঝাঁক তরুণ মুখ। তাদের অনেকেই বিখ্যাত তারকাদের সন্তান, তবু শুধু বংশ পরিচয়ের ভরসায় নয়- বছরের পর বছর ধরে নিজেকে প্রস্তুত করে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা হাজির হচ্ছেন মূলধারার সিনেমায়। ২০২৫ সালেই এই প্রজন্ম -জে তারকারা পা রাখছেন রূপালি পর্দায়, আর তাতেই ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
এই তালিকায় প্রথমেই আছে শানায়া কাপুর। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া আসছেন ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’ সিনেমা দিয়ে, যা মুক্তি পাচ্ছে ১১ জুলাই। ছবির গল্প এক নীরব ভালোবাসা ও দ্বিতীয় সুযোগকে ঘিরে। শানায়ার বিপরীতে অভিনয় করছেন বিক্রান্ত ম্যাসি, আর ইতোমধ্যেই প্রযোজক ও সমালোচকদের পক্ষ থেকে এসেছে আশাব্যঞ্জক বার্তা। শুধু স্টার কিড নয়, বরং একজন প্রতিযোগী হিসেবেই দেখা হচ্ছে তাকে।
এরপর আছে আজান খান, পরিচালক আহমেদ খানের ছেলে। বাবার পরিচালনায় নাকি আসছে আজানের আত্মপ্রকাশ, তবে এখনও সিনেমার নাম চূড়ান্ত নয়। তবে জানা গেছে, এটি হবে একটি প্রতিশোধমূলক অ্যাকশন থ্রিলার, যেখানে মার্শাল আর্ট ও স্টান্টের ওপর থাকবে জোর। বাবার ছায়া ছাড়িয়ে নিজের আলাদা জায়গা গড়তে চাচ্ছেন আজান।
রোম্যান্স নিয়ে হাজির হচ্ছেন দুই নতুন মুখ- অনীৎ পদ্দা ও আহান পাণ্ডে। মোহিত সুরি পরিচালিত ‘সইয়ারা’ নামের একটি প্রেমের গল্পে একসঙ্গে আত্মপ্রকাশ করছেন তারা। একসময় যা ‘আশিকি ৩’ হিসেবে ভাবা হয়েছিল, সেটিই এখন রূপ নিচ্ছে এই নতুন প্রেমকাহিনিতে। ইয়াশরাজ ফিল্মসের প্রযোজনায়, সুর আর আবেগের মিশেলে সিনেমাটি হতে চলেছে এক মোহময় অভিষেক।
অভিনয়ে নয়, বরং পরিচালনায় বলিউডে পা রাখছেন আরিয়ান খান। শাহরুখ খানের ছেলে আরিয়ান নিজেই লিখেছেন ও পরিচালনা করছেন ‘স্টারডম’ নামের ওয়েব সিরিজ, যা প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। বলিউডের পর্দার পেছনের গল্প নিয়ে তৈরি এই সিরিজে ধরা পড়বে আরিয়ানের দৃষ্টিভঙ্গি - যা সাহসী, পরিণত এবং অনন্য।
এই তারকারা শুধু উত্তরাধিকার নয়, নিজেদের স্বকীয়তা নিয়ে হাজির হচ্ছেন। কেউ ভালোবাসার গল্পে, কেউ অ্যাকশন থ্রিলারে, আবার কেউ পরিচালনার নতুন ভাষা নিয়ে। বলিউড ২০২৫ সালে পাচ্ছে নতুন মুখের পাশাপাশি নতুন গল্প, নতুন ভাষা, আর সবচেয়ে বড় কথা - নতুন দর্শন।
কেএন/টিএ