ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে খেলতে গিয়ে মারাত্মকভাবে ইনজুরির শিকার হয়েছেন বায়ার্ন মিউনিখের এই উদীয়মান জার্মান তারকা। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে তার পায়ের গোড়ালি ভেঙে যায়।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোলের লক্ষ্যে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুম্মার সামনে থেকে বলের দখল নিতে ছুটছিলেন মাত্র ২২ বছর বয়সী মুসিয়ালা। একই সময়ে বল আটকে রাখতে ডাইভ দেন দোন্নারুম্মা। দুইজনের শারীরিক সংঘর্ষে ছিটকে পড়েন মুসিয়ালা, আর তাতেই ঘটে দুর্ঘটনা। বাঁ পায়ের গোড়ালি মোচড় খেয়ে মারাত্মকভাবে ভেঙে যায়।
মাটিতে লুটিয়ে পড়ার পর যন্ত্রণায় কাতরাতে থাকেন মুসিয়ালা। স্ট্রেচারে করে তাকে দ্রুত মাঠের বাইরে নেওয়া হয়। এ সময় গোড়ালির দিকে তাকিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
প্রথমে বিষয়টি বুঝতে পারেননি দোন্নারুম্মা। বল দখল করার পর মাঠের মাঝখানে খেলা শুরু করতে যাচ্ছিলেন তিনি। পরে মুসিয়ালার অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন এবং নিজেকে দায়ী মনে করেন এই ইতালিয়ান গোলরক্ষক। মাঠেই হতাশায় বসে পড়েন পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি।
বায়ার্ন মিউনিখ এখনো আনুষ্ঠানিকভাবে মুসিয়ালার ইনজুরি সম্পর্কে বিস্তারিত জানায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন এই জার্মান তরুণ। এমনকি এই গুরুতর ইনজুরি তার ক্যারিয়ারেও বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনার পর ম্যাচের আবহ একদমই পাল্টে যায়। খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে হতাশা ও সতর্কতা। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে নেয় পিএসজি।
ইউটি/টিকে