নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’ নিয়ে এলো এক নতুন চমক। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, রাবণের চরিত্রে এবার দেখা যাবে কেজিএফখ্যাত যশকে। তবে জানা গেছে, এই ভয়ংকর ও সম্মোহনকারী চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন হৃতিক রোশন।
বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, হৃতিক রোশন চিত্রনাট্য বেশ পছন্দ করেছিলেন এবং ছবির বিশাল বাজেট ও স্কেল তাঁকে বেশ উৎসাহী করেছিল। তবুও তিনি শেষ পর্যন্ত এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। কারণ হিসেবে জানা যাচ্ছে, সম্প্রতি ‘বিক্রম বেধা’সহ একাধিক গম্ভীর ও অন্ধকারাচ্ছন্ন চরিত্রে অভিনয় করার পর তিনি আরেকটি নেতিবাচক চরিত্র নিতে কিছুটা দ্বিধায় ছিলেন।
হৃতিক রোশনের না বলার পর ছবির নির্মাতারা খুঁজছিলেন এমন একজন অভিনেতা যিনি একই ধরনের গাম্ভীর্য, শক্তি এবং মহিমা ফুটিয়ে তুলতে পারবেন রাবণের চরিত্রে। ঠিক সেই সময় আলোচনায় আসেন যশ। শুধু অভিনয় নয়, যশ এই ছবির সহপ্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন, যা তাঁর সৃজনশীল ও আর্থিক দায়বদ্ধতাকেই স্পষ্ট করে। নির্মাতারা মনে করছেন, তাঁর দৃপ্ত উপস্থিতি, ভারী ব্যক্তিত্ব ও সর্বভারতীয় জনপ্রিয়তা রাবণ চরিত্রকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।
এই ছবির কাস্টিং ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। রামের ভূমিকায় থাকছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবী দুবে এবং হনুমানের চরিত্রে থাকছেন সানি দেওল। রাবণ হিসেবে যশের অন্তর্ভুক্তি এই যুদ্ধকে দেবতা ও দানবের মহামহিম সংঘর্ষে রূপ দিতে চলেছে।
ছবিটি দুই পর্বে মুক্তি পাবে বলে জানা গেছে। প্রথম পর্ব মুক্তি পাবে দীপাবলিতে ২০২৬ সালে, আর দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে। প্রায় ১৬০০ কোটি টাকার বাজেটে নির্মিত এই প্রজেক্টটি হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রয়াস।
যদিও হৃতিক রোশন রাবণ চরিত্রে এক ভিন্ন অভিজ্ঞতা দিতে পারতেন, তবে যশের আগমন নিশ্চিত করছে আরও তীব্র, করুণ এবং আইকনিক এক রাবণ। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দুই সুপারস্টারের মুখোমুখি সংঘর্ষের জন্য, যা রামায়ণকে বলিউডের ইতিহাসে এক অবিস্মরণীয় পৌরাণিক মহাযুদ্ধে পরিণত করতে পারে।
ইউটি/এসএন