অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বলিউডে গুজব নতুন কিছু নয়। কখনও বিচ্ছেদের জল্পনা, কখনও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন—সব মিলিয়ে এই জুটিকে ঘিরে কৌতূহলের শেষ নেই। তবে এ সব গুঞ্জনের মাঝেও তাঁরা বারবার প্রমাণ করেছেন, সম্পর্ক মানে কেবল গ্ল্যামার নয়, বরং বোঝাপড়া, সম্মান আর নিরব ভালোবাসাও।
সম্প্রতি আলোচনায় এসেছে অভিষেক বচ্চনের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি নিজের স্ত্রী ঐশ্বরিয়াকে ঘিরে কিছু খোলামেলা মন্তব্য করেছিলেন। সেই সাক্ষাৎকারে উঠে আসে ঐশ্বরিয়ার রাগের ধরন, তাঁর অভিনয় দক্ষতা, এমনকি অভিষেকের নিজের জীবনদর্শনেও ঐশ্বরিয়ার প্রভাব।
অভিষেক বলেন, “ঐশ্বরিয়া খুবই আন্তরিক আর হাসিখুশি মানুষ। ও খুব জোরে গলা তোলে না। ওকে রাগাতে গেলে সত্যিই আপনাকে খুব খারাপ কিছু করতে হবে। না হলে ওর মাথা ঠান্ডা থাকে।” স্ত্রীর প্রশান্ত স্বভাবের প্রশংসা করতে গিয়ে অভিষেক যেন বলিউডের অন্যতম স্নিগ্ধ এক সম্পর্কের ইঙ্গিতও দিয়ে ফেলেন।
এখানেই থামেননি জুনিয়র বচ্চন। ঐশ্বরিয়ার অভিনয় নিয়েও প্রশ্ন ওঠায় তিনি বলেন, “ঐশ্বর্য শুধুই চাকচিক্যময় চরিত্রে অভিনয় করেননি। মণি রত্নমের ‘ইরুবর’ ছবিতে ও খুব সাধারণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিল। সব সময় ও চরিত্র দেখে অভিনয় করে।” অর্থাৎ, কেবল রূপের মোড়কে নয়, চরিত্রের গভীরতায়ও ঐশ্বরিয়া বারবার নিজেকে প্রমাণ করেছেন।
এছাড়া ঐশ্বরিয়ার একটি পরামর্শে নিজের জীবন বদলে ফেলার কথাও বলেন অভিষেক। বলেন, “আমি এখনও সবাইকে খুশি করতে চাই। নেতিবাচক মন্তব্যও মন দিয়ে শুনি। অথচ ঐশ্বরিয়া সব সময় বলেন, ইতিবাচক বিষয়ে মন দাও। আমি সেই কথা মাথায় রাখি।”
গ্ল্যামার জগতের আলো-ছায়ার ভেতরেও কোথাও যেন খুব মানবিক, খুব কাছের হয়ে ওঠেন অভিষেক-ঐশ্বরিয়া। বলিউডে যেখানে বিচ্ছেদ আর সম্পর্ক ভাঙা গড়ার গল্প নিত্যদিনের, সেখানে এই দম্পতির সম্পর্ক যেন হয়ে উঠেছে স্থিরতার প্রতীক।
এসএন