চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে এ বছর আর সিরিজটি হচ্ছে না। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত। গতকাল আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে মাস দুয়েক আগে থেকে গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশ সফর করবে না ভারত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।
যেহেতু ভারত আসছে না সেক্ষেত্রে এই সময়ে অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। সবই এখনো আলোচনার টেবিলে। ক্রিকেট অপরারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস দেশের একটি গণমাধ্যমকে বলেন, 'এখন বলাটা খুব কঠিন। ভারত সিরিজ হবে না, মাত্রই সেটা ঘোষণা হয়েছে। যদি সুযোগ হয় অন্য দলের সঙ্গে খেলার তাহলে খেলা হবে, না হলে অনুশীলন ক্যাম্প হবে। কিছু একটা হবে।'
নাফিসের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই সময়ে কোনো ত্রিদেশীয় সিরিজ হতে পারে কি না? উত্তরে তিনি বলেন, 'সুযোগ থাকলে হবে।'