বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নে লিফলেট বিতরণ ও এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় ঈশান নগর চৌরাস্তা মোড়ে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, “দেশের এই সংকটময় সময়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে এক ছাতার নিচে আসতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার রক্ষার জন্য বিএনপির চলমান আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।”
সভায় সভাপতিত্ব করেন মেহারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভূঁইয়া সাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল খোদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন, কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন এবং কসবা উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল।
লিফলেট বিতরণ শেষে বিএনপির নেতারা স্থানীয় জনগণের কাছে ‘৩১ দফা’র গুরুত্ব তুলে ধরেন এবং সকলে মিলে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
এফপি/ টিএ