ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এখন জমজমাট সেমিফাইনাল পর্বের দিকে এগোচ্ছে। ৩২ দলের এই মর্যাদাসম্পন্ন আসরে এখন টিকে আছে মাত্র চার দল। শিরোপার লড়াইয়ের পাশাপাশি চলছে ব্যক্তিগত সাফল্যের প্রতিযোগিতা যার মধ্যে সবচেয়ে আলোচিত পুরস্কার গোল্ডেন বুট, অর্থাৎ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। ৪ গোলে শীর্ষে চারজন, টিকে আছেন শুধু গার্সিয়া।
বর্তমানে গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন চারজন খেলোয়াড়:
গঞ্জালো গার্সিয়া (রিয়াল মাদ্রিদ) – ৪ গোল
আনহেল ডি মারিয়া (বেনফিকা) – ৪ গোল
মার্কোস লিওনার্দো (আল-হিলাল) – ৪ গোল
সেরহোউ গিরাসি (বরুশিয়া ডর্টমুন্ড) – ৪ গোল
তবে এই চারজনের মধ্যে শুধু গার্সিয়া'র দল এখনো টুর্নামেন্টে টিকে আছে। ফলে আরও দুটি ম্যাচ (সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল) খেলার সুযোগ পাচ্ছেন তিনি। এ কারণেই গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন গার্সিয়াই। একটি গোল করলেই এককভাবে উঠে যাবেন শীর্ষে।
৩ গোলে দ্বিতীয় সারির প্রতিযোগী
৯ জন ফুটবলারের রয়েছে ৩টি করে গোল, তবে তাদের মধ্যে কেবল চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো টিকে আছেন সেমিফাইনালে। তার দল ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ৮ জুলাই, সেমিফাইনালে। সেই ম্যাচে এবং সম্ভাব্য ফাইনালে গোল করার সুযোগ থাকবে তার সামনে।
রক্ষণভাগ থেকে চমক
আশরাফ হাকিমি: ২টি করে গোল করা খেলোয়াড়দের তালিকায় আছেন ১৪ জনের বেশি, যার মধ্যে অন্যতম পিএসজির মরক্কো তারকা আশরাফ হাকিমি। রক্ষণভাগের খেলোয়াড় হয়েও তার গোল স্কোরিং দক্ষতা নজর কাড়ছে। যদি পিএসজি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠে, তাহলে হাকিমিও প্রতিযোগিতায় চমক দেখাতে পারেন।
গোল্ডেন বুট দৌড়ে সম্ভাব্য শীর্ষ ৩
নাম দল গোল সংখ্যা অবশিষ্ট ম্যাচ
গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদ ৪ ২
পেদ্রো নেতো চেলসি ৩ ২
আশরাফ হাকিমি পিএসজি ২ ২
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত গোল্ডেন বুট নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকবে। এখন দেখা যাক শেষ হাসি কে হাসেন?
পিএ/এসএন