জুলাই আন্দোলনের শুরুতে সামনে আসতে চাইতেন না নাহিদ ইসলাম, নিয়মিত বক্তব্যও দিতেন না। তরুণ কিছু নেতাকর্মীর চাপে তাঁকে মঞ্চে পাঠানো হতো। যে বক্তব্য দিতেন নাহিদ সেটাও সাজিয়ে দিতেন মাহফুজ আলম, আর তা-ই অনুসরণ করতেন নাহিদ। এমন দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।
৭ জুলাই এক ফেসবুক পোস্টে এসব কথা তুলে ধরেন আবু বাকের। পোস্টে তিনি লেখেন, পুরো আন্দোলনের সময়জুড়ে শাহবাগের স্টেজ থেকে নেমে নেমে নাহিদ ইসলাম বারবার মাহফুজ আলমের সঙ্গে পরামর্শ করতেন। রাজপথে তাদের এই ঘনিষ্ঠ সহযোগিতা ও বোঝাপড়ার সূচনা হয়েছিল মূলত ২০২০ থেকেই।
আন্দোলনে আবু বাকেরের নিজ ভূমিকা নিয়েও উঠে এসেছে পোস্টে। তিনি জানান, আন্দোলনের নানা কাজের মধ্যে তার অন্যতম কাজ ছিল নাহিদ ইসলামকে পাশে পাশে রাখা। কারণ, নাহিদ ভাইকে না নিলে তিনি অনেক সময় পিছনে পড়ে যেতেন এবং আন্দোলনের মূল ফ্লো থেকে ছিটকে যেতেন বলে জানান আবু বাকের।
জুলাই অভ্যুত্থান নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন উত্তাপ ছড়াচ্ছে, তখনই আবু বাকেরের পোস্টে উঠে এলো এমন চাঞ্চল্যকর তথ্য। বাকেরের পোস্টটি নিয়ে ইতোমধ্যিই রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে। কেই দেখছেন ইতিবাচকভাবে আবার কেউ দেখছেন নেতিবাচকভাবে। কেউ বলছেন—এটাই নেতৃত্বের নতুন মডেল, আবার কেউ বলছেন—এটা আদর্শিক বন্ধুত্বের এক বাস্তব উদাহরণ।
আরআর/এসএন