ক্রিকেট মাঠে ঝড় তোলা চিন্না থালা সুরেশ রায়না এবার পা রাখতে চলেছেন সিনেমার পর্দায়। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার শেষে এবার শুরু হচ্ছে তাঁর একেবারে নতুন ইনিংস—তামিল সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। প্রাক্তন চেন্নাই সুপার কিংস তারকা যাঁর নামেই ভক্তদের মুখে হাসি, সেই রায়না এবার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চান সিনেমার মাধ্যমে।
ছবিটির অস্থায়ী নাম ‘প্রোডাকশন নাম্বার ওয়ান’। এটি একটি ক্রিকেটভিত্তিক ড্রামা, যা নির্মিত হচ্ছে তামিলনাড়ু থেকে—ঠিক সেই জায়গা থেকে যেখানে রায়না পেয়েছেন সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি সম্মান। ছবির প্রযোজক সরবণা কুমার এবং পরিচালনায় রয়েছেন লোগান। প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম নাইট স্টোরিজ (ডিকেএস)।
আমস্টারডাম থেকে ভিডিও কলে এই প্রজেক্টের ঘোষণা দেন রায়না নিজেই। জানালেন, “এই গল্পটা আমাদের খুব কাছের। ক্রিকেট নিয়ে ছবি হলে, সেটা তামিলনাড়ু থেকেই শুরু হওয়া উচিত ছিল—কারণ এখানেই আমার ঘর।”
এই সিনেমায় ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন তিনি, বা গল্পের নির্যাস কী—তা এখনো গোপন। তবে অনুমান করা যাচ্ছে, ছবিতে থাকবে ক্রিকেট, আবেগ, স্মৃতি আর চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর সম্পর্কের এক আত্মিক ছোঁয়া।
রায়না নিজেই বলেন, “আমি সম্ভবত ভালো গাইতে পারব, গিটারে গান গাইছি, ডোসা বানাচ্ছি—সব মিলিয়ে আমি এখন খুব রিল্যাক্সড!” কথার মধ্যে রসিকতা থাকলেও স্পষ্ট যে, পর্দার জন্য রায়না তৈরি হচ্ছেন মনপ্রাণ দিয়ে।
তাঁর এই সিনেম্যাটিক অভিষেকের খবরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে। বিশেষ করে তামিল দর্শকদের মধ্যে, যাঁদের কাছে রায়না শুধু একজন ক্রিকেটার নন, বরং পরিবারের একজন।
ক্রিকেটের মাঠ থেকে সিনেমার আলোঝলমলে জগতে এই যাত্রা কেমন হয়, সেটাই এখন দেখার পালা।
এসএন