যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে অনাকাঙ্খিত ঘটনায় ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে ওসি মহেশপুরকে থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
রেস্ট হাউজের সিসিটিভির ভিডিও ভাইরালের পর তোলপাড় সৃষ্টি হলে পুলিশের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হলো।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত ৩০ জুন যশোর পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলো রেস্ট হাউজে স্ত্রী পরিচয়ে অন্য এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন ওসি সাইফুল। পরে কিছু যুবক তাকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করে।
অভিযোগ আছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রফাদফা করে রেস্ট হাউজের পেছনের দরজা দিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে।
একাধিক সূত্রের দাবি, পানি উন্নয়ন বোর্ডের সিসিটিভির ফুটেজ ফাঁস হলে ঘটনার সত্যতা বের হয়ে পড়ে। তখন থেকেই যশোর ও ঝিনাইদহ জেলাজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়। পরে যশোর জেলা পুলিশ ও ঝিনাইদহ জেলা পুলিশে জানালে তারা তদন্তে মাঠে নামেন।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, আমরা ঘটনা তদন্ত করেছি। প্রাথমিকভাবে কিছু তথ্য আসায় এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় অভিযুক্তকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে।
আরআর/এসএন