চলচ্চিত্রপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। আসছে “ওয়ার ২” — আর এই সিনেমার জন্য বিশেষ করে তেলুগু রাজ্যগুলোয় যেন শুরু হয়ে গেছে উন্মাদনার নতুন অধ্যায়। জুনিয়র এনটিআরের বিশাল ভক্তগোষ্ঠী এই উন্মাদনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
খবর এসেছে, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় প্রায় পাঁচশটিরও বেশি বিশেষ সকালের প্রদর্শনী আয়োজনের তোড়জোড় চলছে। পরিকল্পনা অনুযায়ী এই শো শুরু হবে ভোর পাঁচটা থেকে। যদিও এখনো সরকারি অনুমোদন পাওয়া যায়নি, তবু আয়োজকরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
“সিতারা এন্টারটেইনমেন্টস” নামে একটি প্রযোজনা সংস্থা প্রায় ৮০ কোটি রুপিতে এই অঞ্চলের প্রদর্শন স্বত্ব কিনে নিয়েছে। এরাই এই বিশেষ শোয়ের আয়োজন করছে। তাদের আশা, ভোরবেলা থেকেই দর্শকরা হলমুখো হবেন।
জুনিয়র এনটিআর যে এই বিপুল চাহিদার আসল চালিকাশক্তি, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর আগের ছবি “দেভারা” মুক্তির সময় রাত একটা থেকেই শো শুরু হয়েছিল। তখনও দেখা গিয়েছিল এক অসম্ভব উন্মাদনা — পাঁচশটিরও বেশি শো একসঙ্গে চলেছিল। তাই এবারও তাঁর জাদুতেই “ওয়ার ২” তেলুগু রাজ্যে সবচেয়ে বড় অ-তেলুগু সিনেমার ওপেনিং হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
ছবিটির নির্দেশনা দিয়েছেন আয়ান মুখার্জি। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। এটি যশরাজ ফিল্মের গুপ্তচর সিরিজের নতুন সংযোজন — যেখানে এর আগে “পাঠান” ও “টাইগার ৩” ছিল। মুক্তির তারিখ ১৪ আগস্ট ২০২৫ নির্ধারিত হয়েছে।
তবে এখনো একটাই বাধা রয়ে গেছে — সরকারি অনুমতি। সকাল পাঁচটার শো চালানোর জন্য সেখানকার সরকারের ছাড়পত্র লাগবে। এ নিয়ে আলোচনা চলছে। তবু আয়োজকরা বুকিং থেকে শুরু করে সব আয়োজনেই পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন।
সবশেষে বলা যায়, জুনিয়র এনটিআরের ভক্তরা যখন সূর্য ওঠার আগেই প্রেক্ষাগৃহে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন “ওয়ার ২” শুধু আরেকটি অ্যাকশন সিনেমা নয় — এক সাংস্কৃতিক উৎসব হয়ে উঠতে চলেছে। অনুমতি মেলে কিনা সেটাই এখন দেখার বিষয়, তবে যদি সব পরিকল্পনা ঠিকমতো চলে, তাহলে এটি নতুন রেকর্ড গড়তে পারে প্যান-ভারতীয় সিনেমার ইতিহাসে।
এফপি/ টিকে