ভারতের প্রবীণ ক্রিকেটারের আত্মহত্যা

ভিবি চন্দ্রশেখর নামে ভারতের এক সাবেক ক্রিকেটার ৫৭ বছর বয়সে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। নব্বইর দশকে ভারতের হয়ে সাতটি ওয়ানডে খেলেছিলেন তিনি।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হচ্ছে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রশেখর। এই অবসাদের জেরেই বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। বৃহস্পতিবার রাতে চন্দ্রশেখরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দল কাঁচি ভিরান্সের মালিকানা ছিল তার। এই দল চালাতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে বলেও খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। দল চালাতে বাড়িও বন্ধক রেখেছিলেন তিনি। তার পরিবার পুলিশকে জানিয়েছে আত্মহত্যার কিছুক্ষণ আগেও স্বাভাবিকভাবে তিনি সবার সঙ্গে বসে চা পান করছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৮৮ সালে ওয়ানডেতে ভারতের হয়ে অভিষেক হয় চন্দ্রশেখরের। এই ওপেনার ১৯৯০ পর্যন্ত খেলেছেন ৭টি ওয়ানডে। আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ছিলেন নিয়মিত। তামিলনাড়ুর হয়ে ৮১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৯৯৯ রান করেছেন তিনি।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ