ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান নামের দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ডাকাততলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে শফিকুল ইসলাম তার চাচাতো ভাই হাবিবুরকে নিয়ে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডাকাততলা ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান। আহত হাবিবুরকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালে নেওয়ার পথে হাবিবুরও মারা যান।
এমআর/টিএ