দক্ষিণ ভারতের সিনেমা প্রেমীদের কাছে ‘মাস মহারাজা’ রবি তেজা মানেই এক রাশ তেজ, শক্তি আর বিনোদন। এবার বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন রবি তেজার ভাইপো ও অভিনেতা রঘুর পুত্র মাধব। তার প্রথম ছবি ‘মারেম্মা’ ইতোমধ্যেই সিনেপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রে। এই সিনেমার মাধ্যমে মাধব প্রবেশ করছেন সিনেমার দুনিয়ায় একেবারে খাঁটি গ্রামীণ অ্যাকশন ঘরানায়, যা ভিন্নধর্মী এক আত্মপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।
যেখানে অধিকাংশ নতুন মুখরা রোমান্টিক ছবির মাধ্যমে শুরু করেন তাদের চলচ্চিত্র জীবন, সেখানে মাধব পা রাখছেন একদম মাস ঘরানার ছবিতে। প্রথম ঝলকে তাকে দেখা গেছে লুঙ্গি পরা অবস্থায়, খোলা শার্ট, মুখভর্তি দাড়ি, আর চোখেমুখে জ্বলে ওঠা এক অনন্য রকমের আত্মবিশ্বাস, যেন রবি তেজারই প্রতিচ্ছবি।
পরিচালক মাচালা নাগরাজের লেখা ও পরিচালনায় নির্মিত হচ্ছে 'মারেম্মা'। পরিচালক জানিয়েছেন, মাধবের উপস্থিতি, শক্তি ও ব্যক্তিত্বকে ঘিরেই সিনেমার চিত্রনাট্য গড়ে তোলা হয়েছে। প্রযোজনা করছেন ময়ূর রেড্ডি বন্দারু। সিনেমাটির ভিজ্যুয়াল স্টাইল রাখা হয়েছে গ্রিটি, গ্রাউন্ডেড এবং একেবারে নির্দ্বিধায় মাসি ঘরানার।
প্রকাশিত প্রথম লুকেই মাধব ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার রাফ লুক, মাটির কাছাকাছি ভঙ্গিমা এবং চোখেমুখে থাকা তীব্রতা দর্শকদের মধ্যে এক আলাদা আগ্রহের সঞ্চার করেছে। এমনকি ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, এই সাহসী ও নন-গ্ল্যামারাস ডেবিউ মাধবকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে।
রবি তেজার নামের ভার অনেক বড়। এখন দেখার বিষয়, মাধব সেই উত্তরাধিকার কতটা বহন করতে পারেন। নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমার ট্রেলার, গান এবং বিভিন্ন প্রচারমূলক কনটেন্ট। যদি সিনেমার গল্প ও উপস্থাপনা সেই প্রথম লুকের জোর ধরে রাখতে পারে, তবে 'মারেম্মা' হয়ে উঠতে পারে রুরাল অ্যাকশন ঘরানার এক মাইলফলক।
সবচেয়ে বড় কথা, মাধব এই সিনেমায় নিরাপদ পথে হাঁটেননি। বরং ঝুঁকি নিয়েই নিজের জায়গা তৈরি করতে চেয়েছেন। আর সেটাই হতে পারে তার সবচেয়ে বড় শক্তি। অভিনয়ে যদি সেই তেজ ও নিবেদন প্রতিফলিত হয়, তাহলে দক্ষিণ ভারতের সিনেমাজগতে সামনে আসতে চলেছে এক নতুন মাস হিরো।
এমআর/এসএন