ইউরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে ওয়েলস নারী ফুটবল দল। মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে সেন্ট গ্যালেনের এরিনা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে দলটির বাস। তবে সৌভাগ্যক্রমে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কেউ আহত হননি।
দুর্ঘটনার সময় দলটির প্রধান কোচ রিয়ান উইলকিনসন ও অধিনায়ক আংহারাদ জেমস বাসে ছিলেন না। তারা সংবাদ সম্মেলনে অংশ নিতে আলাদাভাবে যাত্রা করেছিলেন। সংবাদ সম্মেলনে উইলকিনসন বলেন, ‘সবার শারীরিক অবস্থা ভালো আছে, তবে সবাই কিছুটা বিচলিত।’ তিনি আরো জানান, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দলের অনুশীলন বাতিল করা হয়েছে।
ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিও) জানিয়েছে, ‘ইউরো ২০২৫-এর ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে যাওয়ার পথে আমাদের জাতীয় দলের বাস একটি সড়ক দুর্ঘটনায় পড়ে। তবে বাসে থাকা খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্য যাত্রীরা সবাই নিরাপদে আছেন।’
দুর্ঘটনার পর খেলোয়াড়দের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের অনুশীলন ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়। সংবাদ সম্মেলনে অধিনায়ক আঙ্গহারাদ জেমসের সঙ্গে কোচ উইলকিনসন জানান, ‘আমাদের প্রধান লক্ষ্য ছিল খেলোয়াড়দের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে আসা। এখন আমরা তাদের মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছি।
বুধবার ফ্রান্সের বিপক্ষে ইউরো ২০২৫-এর গ্রুপ ডি ম্যাচে মাঠে নামবে ওয়েলস। আপাতত ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউটি/এসএন