এই সপ্তাহে একরাশ বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। প্রেম, প্রতারণা, জম্বির কামড়, রাজনৈতিক সংঘর্ষ—মন যা চায়, সব কিছুই মজুত আছে এক ক্লিকে। রোমান্সপ্রেমী থেকে থ্রিল খোঁজার দর্শক, সবাইকে কিছু না কিছু দিয়ে খুশি করবে এই লাইনআপ।
৮ জুলাই শুরুতেই নেটফ্লিক্সে এসেছিল কোরিয়ান ডেটিং রিয়েলিটি শো Better Late Than Single। একদম সিঙ্গল প্রতিযোগীদের নতুন করে সাজিয়ে, মজার ম্যাচমেকিংয়ের কায়দা শেখানোর এই অনুষ্ঠান নিছকই বিনোদন নয়, সম্পর্কের জটিলতা নিয়েও একরকম কথাবার্তা বলা।
জিওহটস্টারের Moonwalk নামের মালায়ালম ড্রামা নিয়ে এসেছে ৮০-র দশকের কেরালায় মাইকেল জ্যাকসনের অনুরাগীদের ব্রেকডান্স শেখার মজার ও আবেগময় গল্প। শহরের প্রান্ত থেকে বিশ্বদর্শনের একটা নির্ভেজাল প্রচেষ্টা যেন এই গল্প।
৯ জুলাই এসেছে জম্বি-ভক্তদের জন্য বিশেষ চমক। থাইল্যান্ডের তৈরি Ziam—এক মুই থাই ফাইটার যখন নিজের প্রেমিকাকে বাঁচাতে জম্বিতে ভর্তি হাসপাতালে ঢুকে পড়ে, তখন অ্যাকশন আর আতঙ্ক একসাথে গায়ে লেগে যায়।
একইদিন নেটফ্লিক্সে রিলিজ হয়েছে The Gringo Hunters—সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো এক দুর্ধর্ষ পুলিশ বাহিনীর গল্প, যারা মেক্সিকো থেকে সোজা আমেরিকার অপরাধীদের খুঁজে এনে আইনের মুখোমুখি করে।
১১ জুলাই হয়ে উঠেছে এই সপ্তাহের সবচেয়ে শক্তিশালী দিন। প্রথমেই রয়েছে আর মাধবনের Aap Jaisa Koi—জামশেদপুরের ব্যাকড্রপে এক শান্ত প্রকৃতির সংস্কৃত প্রফেসর আর এক নারীর প্রেমকাহিনি। সরল জীবন, জটিল অনুভূতি আর বাস্তব সম্পর্কের এক অনন্য গল্প।
এই দিনই মুক্তি পেয়েছে Special Ops: Season 2—Kay Kay Menon-এর হিম্মত সিং ফিরে এসেছেন আরও তীক্ষ্ণ হয়ে। এবার RAW এজেন্ট হিম্মতের মিশন সাইবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে। গতি, থ্রিল আর আবেগ—সব একসাথে।
আরও রয়েছে Tyler Perry-এর হাসির রোলারকোস্টার Madea’s Destination Wedding, যেখানে এক বিয়ে এবং অনেক গোলমালের মাঝে হাসির রাস্তায় হাঁটবে দর্শক।
Apple TV+-এর Foundation: Season 3—Isaac Asimov-এর মহাকাব্যিক কাহিনির নতুন অধ্যায়। গ্যালাক্সির পতন আর মানুষত্বের লড়াইয়ে এই সিরিজ বিজ্ঞানের পর্দায় দর্শনের ছায়া ফেলে।
সবশেষে রয়েছে এই সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ ও বাস্তবঘন গল্প Narivetta। Tovino Thomas-এর অভিনয়ে আদিবাসীদের জমির অধিকার নিয়ে সংগ্রাম, যা বাস্তবের ২০০৩ সালের মুথাঙ্গা ঘটনার উপর ভিত্তি করে নির্মিত।
সামগ্রিকভাবে এই সপ্তাহ যেন একদম পূর্ণমাত্রায় সিনেমা ও সিরিজপ্রেমীদের উৎসব।
এসএন