বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) স্বচ্ছ না হলে সামষ্টিক অর্থনীতির উন্নয়ন কঠিন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (৯ জুলাই) একাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট-২০২৫ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অডিট কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা গেছে। অডিট টিম প্রফেশনাল, তারা সঠিক চিত্র তুলে ধরছে। কিন্তু কোম্পানিগুলোর অডিট মানুষ বিশ্বাস করতে চায় না। এটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সঠিক অডিটের অভাবে শেয়ারবাজারেও প্রভাব পড়ছে।’
ব্যাংকগুলো এনপিএলের সঠিক তথ্য দেয় না উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের দেয়ার তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না। ব্যাংকখাতে করপোরেট সুশাসনের ঘাটতি আছে। এটা উন্নত করতে হবে। ব্যাংক কোম্পানি আইন রিভিউ করবো। সবাইকে সুশাসন নিশ্চিত করতে হবে। না হলে টিকে থাকা কঠিন হবে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক গত ১৫ বছরের আর্থিক খাতের লুটপাটের কোনো বিচার করতে পারেনি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
এসএন