এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরদের একজন তিনি। একাধিক প্রেম নিয়ে যুগ যুগ ধরে শিরোনামে থেকেছেন, কিন্তু বিয়ে? সেখানেই যেন এক অনন্ত বিরতি। তবে এবার সেই ‘দাবাং’ খান নিজেই জানালেন, তিনিও একদিন হবেন ‘সেরা স্বামী, শ্রেষ্ঠ বাবা’। তাও আবার সামাজিক মাধ্যমে, নিজের পোস্টেই!
বুধবার ছিল সালমানের ঘনিষ্ঠ আত্মীয় ও পরিচালক ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। শুভেচ্ছা জানাতে সালমান বেছে নেন এক অন্তরঙ্গ পারিবারিক মুহূর্তের ছবি—যেখানে বোন অলভিরার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন অতুল। ছবির ক্যাপশনেই লুকিয়ে ছিল আসল চমক। সালমান লেখেন, “শুভ জন্মদিন অতুল। আমার বিল (ভগ্নিপতি)। আমার বোনকে এত যত্নে রাখার জন্য ধন্যবাদ। তুমিই শ্রেষ্ঠ স্বামী, সেরা বাবা। আমিও তোমায় ভালবাসি। একদিন আমিও তোমার মতো একজন যথার্থ পুরুষ হয়ে উঠব।”
এই একটিমাত্র বাক্য যেন গোটা বলিউডে আলোড়ন ফেলে দিল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল গুঞ্জন—তবে কি এবার সত্যিই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সালমান ? বয়স ৫৯ পেরোলেও তাঁর জীবনের এই খালি জায়গাটা কি এবার পূরণ হতে চলেছে?
মজার বিষয় হলো, ঠিক মাসখানেক আগেই কপিল শর্মার কমেডি শোয়ে এসে সালমান বলেছিলেন, এখনকার সময়ে বিয়ে টিকে না। সামান্য কারণেই ভেঙে যায় সম্পর্ক, আর তারপর গুনতে হয় মোটা অঙ্কের খরচ। তিনি নাকি এই ‘ঝামেলা’ চান না বলেই আজও ব্যাচেলর।
কিন্তু এবার সেই সালমান ই যেন বদলে গেছেন। পোস্টে হালকা রসিকতা থাকলেও, তার আড়ালে যেন লুকিয়ে আছে একটা ব্যক্তিগত চাওয়া, একটা ভবিষ্যতের ইঙ্গিত। হয়তো আমির খানের মতো তিনিও খুঁজে পেয়েছেন নতুন কোনও ভালবাসার আলো। যদিও এখনও সালমান ের জীবনে কোনো বিশেষ নারীর নাম প্রকাশ্যে আসেনি।
বলিউডে এখন চলছে জল্পনা—কে হবেন সেই ভাগ্যবতী? অভিনেতার ঘনিষ্ঠমহল এ নিয়ে মুখ না খুললেও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কখন সেই বিশেষ someone-এর পরিচয় প্রকাশ্যে আসে। ততদিন পর্যন্ত সালমান এর বাক্য ‘আমি একদিন যথার্থ পুরুষ হব’ ঘুরে ফিরে আলোচনায় থাকবে।
এসএন