তিনি শুধু কণ্ঠশিল্পী নন, একজন নিভৃতচারী শিল্পী। অরিজিৎ সিংহ যেন প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। নিজের গাওয়া ‘ধূমকেতু’ ছবির প্রথম গান ‘গানে গানে’ মুক্তির পরপরই ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম স্থানে উঠে এসেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গানটি ২ লক্ষেরও বেশি দর্শকের মন ছুঁয়ে গেছে। এই সাফল্যের মাঝেই সামনে এলো নতুন এক খবর—দ্বিতীয় ছবি পরিচালনার জন্য প্রস্তুত হচ্ছেন অরিজিৎ।
তাঁর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তি পায়নি। কিন্তু তার আগেই নতুন ছবি বানাতে মাঠে নেমে পড়েছেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবিটি ছোটদের জন্য তৈরি হতে চলেছে, যার মূলভিত্তি হতে পারে কোনও রূপকথা। বর্ষার কারণে শুটিং পিছিয়ে গেলেও জুলাই মাসের মাঝামাঝি সময়েই ক্যামেরা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বোলপুর, ইলামবাজার ও আউশগ্রামের পথে পথে দলবল নিয়ে শুটিংয়ের লোকেশন খুঁজেছেন অরিজিৎ। কখনও মুখে গামছা জড়িয়ে, কখনও সাধারণ পোশাকে, নিঃশব্দে ঘুরেছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে।
তাঁর প্রথম ছবি ‘সা’ মূলত অরিজিৎ-এর জীবন থেকে অনুপ্রাণিত। ‘সা’র প্রথম অংশে রয়েছে ‘লালু’ নামের একটি শিশুর গল্প। এই অংশে অভিনয় করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, শ্রীদীপ মুখোপাধ্যায় সহ একাধিক নবীন ও পরিচিত মুখ। ছবির দ্বিতীয় অংশে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
‘সা’র অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের অনুভব থেকেই হয়তো জন্ম নিচ্ছে অরিজিৎ-এর নতুন ছবির ভাবনা। তবে এখনই কিছু স্পষ্টভাবে বলেননি তিনি বা তাঁর টিম। আপাতত ছোটদের জন্য নির্মিত সেই ছবির গল্প নিয়েই জল্পনা তুঙ্গে।
এসএন