প্রায় সাড়ে চার বছর পর আবারও টেস্ট খেলতে নামছেন গতিদানব জোফরা আর্চার।
এজবাস্টনে ভারতের কাছে লজ্জাজনক ৩৩৬ রানের হারের পর একাদশে পরিবর্তন এনেছে ইংল্যান্ড। লর্ডসে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্ট সামনে রেখে একদিন আগেই একাদশ ঘোষণা করে ইংলিশ ক্রিকেট বোর্ড। একমাত্র পরিবর্তন হিসেবে দলে ফিরলেন ইনজুরি থেকে সেরে ওঠা পেসার জোফরা আর্চার।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন আর্চার। এরপর একাধিকবার ইঞ্জুরিতে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। আইপিএলের আগে চোট সারিয়ে মাঠে ফিরলেও টুর্নামেন্ট চলাকালীন আবারও ইনজুরিতে পড়েন আর্চার। সেই ইনজুরি থেকে সুস্থ হয়ে এবারের সিরিজে স্কোয়াডে থাকলেও এজবাস্টনে খেলার সুযোগ পাননি। তবে এবার জশ টাংয়ের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে সাসেক্সের পেসার আর্চারকে একাদশে রাখা হয়েছে। তিনি ইংল্যান্ডের হয়ে খেলবেন নিজের ১৪তম টেস্ট’। আর্চারের ফিরে আসা ইংলিশ বোলিং আক্রমণে বাড়তি গতি ও বৈচিত্র্য এনে দেবে বলে মনে করা হচ্ছে ।
ইংল্যান্ড একাদশ—
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার ও শোয়েব বশির।
আইআর/ টিএ