প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী নির্বাচনে রাজধানীসহ সারাদেশে ৪৭ হাজার ভোটকেন্দ্র থাকবে। এসব ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৬ হাজার। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কীভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী নির্বাচনে মোট ভোটকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
শফিকুল আলম আরও বলেন, প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
কেএন/টিএ