স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, চিকিৎসকের ওপর ক্ষেপে গেলেন কাঞ্চন

ফের বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। কলকাতার ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালের আউটডোরে এক চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ইতোমধ্যেই অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্যভবনে, ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কী ঘটেছিল সেদিন?

জানা গেছে, কাঞ্চন মল্লিক তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে শ্রীময়ীর ৮৬ বছর বয়সী দিদাকে আউটডোরে দেখাতে হাসপাতালে আসেন। হাসপাতালের মেডিসিন বিভাগে একটি শিশুর চিকিৎসা চলছিল। ওই চিকিৎসক জানান, শিশুকে দেখার পর কাঞ্চনের আত্মীয়াকে দেখা হবে। এরপরই রেগে যান কাঞ্চন। দ্রুত রোগী দেখার জন্য তিনি নাকি চাপ তৈরি করেন এবং চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

অভিযোগকারী চিকিৎসক জানান, “আমি একজন শিশুর চিকিৎসা করছিলাম। বলেছি এরপর রোগীকে দেখব। কিন্তু উনি ক্ষমতা দেখিয়ে তাড়াহুড়ো করতে বলেন। একজন জনপ্রতিনিধির এমন ব্যবহার কাম্য নয়।”

কী বললেন কাঞ্চন?

কাঞ্চন মল্লিক বলেন, “শ্রীময়ীর দিদা আসানসোলে থাকেন, ত্বকের সমস্যা নিয়ে ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি ছিলেন। সুস্থ হওয়ার পর মে মাসে ছেড়ে দেওয়া হয়। আজ (বুধবার) ফলোআপের জন্য নিয়ে গিয়েছিলাম। আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে দেখাই। কোনও সুবিধে নিইনি।”



তিনি আরও যোগ করেন, “দিদার প্রেশার-সুগার বেশি ছিল। তাই প্রেশার মাপতে অনুরোধ করি। তখনই ওই চিকিৎসক রেগে বলেন, ‘আমি কী করব সেটা কি আপনি ঠিক করে দেবেন?’ আমার স্ত্রী জানতে চায়, দিদার ওষুধগুলো চালানো যাবে কিনা। তখন ওই চিকিৎসক তেড়ে গিয়ে বলে ওঠেন, ‘আপনি কি ডাক্তার? আপনার কি ডিগ্রি আছে?’”

কাঞ্চনের অভিযোগ, “স্ত্রীর সঙ্গে এমন দুর্ব্যবহার মেনে নেওয়া সম্ভব নয়। আমি প্রতিবাদ করেছি, তবে কোনো হাতাহাতি হয়নি। আমি বিধায়ক বলেই কি আমাদের সঙ্গে যা ইচ্ছে তাই আচরণ করা হবে?”

চিকিৎসকের পাল্টা বক্তব্য

অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক জানান, “আমি কোনো রকম দুর্ব্যবহার করিনি। কেন উনি রেগে গিয়েছিলেন বুঝিনি। একজন রোগীর চিকিৎসা চলছিল, তাই একটু সময় চেয়েছিলাম। কিন্তু উনি রেগে গেলেন। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের ব্যবহার আশঙ্কাজনক।”

জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা চাই নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসকদের নিরাপত্তা এবং পেশাগত সম্মানের সুরক্ষা। থ্রেট কালচার আর বরদাস্ত করা হবে না।”

তাদের দাবি, এই প্রতিবাদ শুধুমাত্র ডাক্তারদের পেশাগত অধিকার রক্ষার জন্য নয়, এটি সুষ্ঠু চিকিৎসা পরিকাঠামো রক্ষার বৃহত্তর লড়াই।
তদন্তের দাবি

ঘটনা নিয়ে ইতোমধ্যেই স্বাস্থ্যভবনে অভিযোগ জমা পড়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নও উঠে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।


পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পলিথিন বন্ধে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান : পরিবেশ উপদেষ্টা Jul 10, 2025
img
পুরো আসনের ভোটের ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা ফেরত চাইল ইসি Jul 10, 2025
img
নির্বাচনের কারণে পেছাতে পারে এবারের বিপিএল Jul 10, 2025
img
এস আলম পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব-শেয়ার ফ্রিজ Jul 10, 2025
img
চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে গিয়েছি : আসিফ আকবর Jul 10, 2025
img
শাজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চাইল দুদক Jul 10, 2025
শাপলা-দোয়েল বাদ, তালিকায় থাকল যেসব প্রতীক Jul 10, 2025
নিজের ভবিষ্যৎ গড়তে মা-বাবার বিরুদ্ধেই মামলা! কী বলছে আইন? Jul 10, 2025
img
জওয়ানের চরিত্রে অভিনয়ের আগে কঠিন প্রস্তুতিতে ব্যস্ত সালমান খান Jul 10, 2025
মা-বাবার বিরুদ্ধে মেহরীনের মামলা: ভেঙে পড়ছে কি পারিবারিক বন্ধন? Jul 10, 2025
img
রাজনীতিতে নতুন লক্ষ্য কি প্রধানমন্ত্রী হওয়া? জবাব দিলেন কঙ্গনা Jul 10, 2025
পরশুরামে পানি কমলেও প্লাবিত হচ্ছে ফেনি শহর Jul 10, 2025
শাপলা প্রতীক নিয়ে এনসিপি-ইসির বিরোধে মুখ খুললেন রাশেদ খান Jul 10, 2025
নামাজে মনোযোগ ধরে রাখার উপায় Jul 10, 2025
img
ভোটে ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন Jul 10, 2025
img
ভোটে আইনশৃঙ্খলার দায়িত্বে ভূমিকা রাখবেন ইসি সানাউল্লাহ Jul 10, 2025
img
নির্বাচন কমিশনার মাছউদের নেতৃত্বে নির্বাচনী তদন্ত কমিটি গঠন Jul 10, 2025
img
ত্রিদেশীয় সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ Jul 10, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭ Jul 10, 2025
img
এবার কেউ রেহাই পাবে না: নুসরাত ফারিয়া Jul 10, 2025