ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবারও এমএলএসে ফিরেছেন ইন্টার মায়ামি। মন্ট্রিলের বিপক্ষে জোড়া গোলের পর বৃহস্পতিবার (১০ জুলাই) নিউ ইংল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
নিউ ইংল্যান্ডের সঙ্গে ভালোই লড়াই করতে হয়েছে মায়ামিকে। বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল নিউ ইংল্যান্ড। তবে প্রথমে এগিয়ে যায় মায়ামি-ই। প্রথম হাফেই দুই গোল করেন মেসি।
ম্যাচের ২৭তম মিনিটে নিউ ইংল্যান্ডের ডিফেন্ডারের ভুল ক্লিয়ারেন্সে বল পেয়ে যান মেসি। ডি-বক্সের ভেরত থেকে নেয়া মেসির শট ঠেকাতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক। লিড পায় মায়ামি। ৩৮তম মিনিটে বুসকেটসের থ্রু বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে শট নিয়ে জালের দেখা পান আর্জেন্টিনার অধিনায়ক।
বিরতির আগেই এক গোল শোধ দিতে পারতো নিউ ইংল্যান্ড, তবে মায়ামির গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা। দ্বিতীয় হাফে মায়ামির উপর চড়াও হয় নিউ ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ৭৯তম মিনিটে গোলও পেয়ে যায় স্বাগতিকরা।
মাঝ মাঠ থেকে মায়ামির ফুটবলারের কাছ থেকে বল নিয়ে দূরপাল্লার শটে কাল খুঁজে নেন কার্লোস গিল। তাতে কিছুটা চাপে পড়ে মায়ামি। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।
১৮ ম্যাচে ১০ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে মায়ামি। অপরদিকে, ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২১তম স্থানে নিউ ইংল্যান্ড।
এমআর/এসএন