‘জ্বিন ৩’ ছবির ‘কন্যা’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ইমরান মাহমুদুলের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা, লিখেছেন রবিউল ইসলাম জীবন। এবার গানটির উর্দু ভার্সন মুক্তি পেয়েছে ইউটিউবে। সেটি গেয়েছেন পাকিস্তানের খুশবু ও স্রিবেন।
‘জ্বিন ৩’-এর প্রযোজনাপ্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ছবিটা কিছুদিন আগে পাকিস্তানে মুক্তি পেয়েছে। সেখানকার পরিবেশক গানসহ পুরো ছবিটা উর্দুতে ডাবিং করেছে। যেহেতু এই গানটা আগে থেকেই বাংলাতে হিট, তাই তারা আলাদা যত্ন নিয়ে করেছে। তাদের সঙ্গে কথা বলেই জাজের ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করেছি।
ভালো সাড়াও পাচ্ছি।’
‘কন্যা’ গানে রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। জুটি বেঁধে নেচে মন ছুঁয়েছেন দুজন। লাল, হলুদ, সাদায় সৌন্দর্যের ঝাঁপি খুলেছেন ফারিয়া।
সুদর্শন সজলে রঙিন হয়েছে ফ্রেম। পাশাপাশি দৃশ্যায়নে উৎসবের ছাপ আরো জাঁকজমক করে তুলেছে গানটি।
এসএন