বলিউড থেকে হলিউড—প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের কাহিনি আজ অনেকের কাছেই অনুপ্রেরণা। গ্ল্যামার, ব্যক্তিত্ব, পরিশ্রম আর আত্মবিশ্বাসের মিশেলে গড়ে ওঠা এক তারকা। তবে তাঁর এই পরিণত সৌন্দর্যের পেছনে যে কৃত্রিমতার ছোঁয়া আছে, তা নিয়ে এবার মুখ খুললেন ‘অন্দাজ়’-এর প্রযোজক সুনীল দর্শন। তিনি দাবি করেছেন, প্রিয়াঙ্কার নাকের অস্ত্রোপচারের পরামর্শ তিনিই প্রথম দিয়েছিলেন।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্দাজ়’ ছবিতে অক্ষয় কুমার, লারা দত্তর সঙ্গে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবির প্রস্তুতির সময়ই সুনীল দর্শনের চোখে পড়ে প্রিয়াঙ্কার নাকের গড়ন, বিশেষ করে ব্রিজ অংশটি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সুনীল বলেন, “আমি ওকে বলেছিলাম, নাকের ব্রিজটা ঠিক করানো দরকার। ও নিজেও বুঝত, এটা ঠিক করার দরকার ছিল।”
প্রিয়াঙ্কার বাবা-মা দু’জনেই চিকিৎসক হওয়ায় বিষয়টি তাঁর পক্ষে কঠিন ছিল না বলেও জানান সুনীল। “আমি বলার পরপরই ও নাক ঠিক করিয়ে আনে,” বলেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া পরে নিজেও একাধিকবার স্বীকার করেছেন, তিনি নাকের অস্ত্রোপচার করিয়েছেন। তবে তাঁর দাবি ছিল, সাইনাসের সমস্যা থেকে অস্ত্রোপচার করতে হয়েছিল। আর সেই অপারেশনের ফলেই নাকের গড়নে বেশ পরিবর্তন আসে। এমনকি সে সময় বলিউডে তাঁর কেরিয়ার নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
প্রিয়াঙ্কার সৌন্দর্য নিয়ে কথা বলতে গিয়ে সুনীল দর্শন বলেন, “ও তথাকথিত সুন্দরী ছিল না। কিন্তু ওর মধ্যে এক অদ্ভুত উপস্থিতি ছিল। এমন গলা, এমন আত্মবিশ্বাস খুব কম অভিনেত্রীর মধ্যে পাওয়া যায়।”
সেই সময়েই নাকি তিনি বুঝেছিলেন, প্রিয়াঙ্কার ভবিষ্যৎ শুধু বলিউডেই সীমাবদ্ধ থাকবে না। প্রযোজকের মতে, “ওর কাজের প্রতি একাগ্রতা ছিল অসাধারণ। চোখেমুখে একটা লক্ষ্য ছিল স্পষ্ট। আজ ও যেখানে পৌঁছেছে, তাতে আমি অবাক হই না।”
প্রিয়াঙ্কা চোপড়া নিজে সবসময় বলে এসেছেন—তিনি পরিশ্রমে বিশ্বাসী। তাঁর রূপ কিংবা গড়ন বদলালেও, ভিতরে থাকা লড়াইয়ের জেদটাই তাঁকে বিশ্বমানের তারকায় পরিণত করেছে।
এসএন