বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল লিওনেল মেসির সঙ্গে নিজের তুলনা নিয়ে মুখ খুলেছেন। সাংহাইয়ে অ্যাডিডাসের একটি প্রচারমূলক ইভেন্টে এই তরুণ তারকা স্পষ্ট করেছেন, তিনি মেসিকে শ্রদ্ধা করেন বটে, তবে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতেই আগ্রহী।
বর্তমানে ছুটিতে থাকা ইয়ামাল স্বীকার করেন, মেসির সঙ্গে তার কিছু সাদৃশ্য রয়েছে। দুজনেই বাম পায়ের খেলোয়াড়, দুজনেই বার্সেলোনায় ক্যারিয়ার শুরু করেছেন, এবং দুজনেই ডান উইংয়ে খেলেন।
তবে ইয়ামাল বলেছেন, ‘আমি সবসময় নিজের পথ তৈরির চেষ্টা করেছি। অবশ্যই, মেসি আমার চোখে ইতিহাসের সেরা খেলোয়াড়। তিনিও বামপায়ে খেলতেন, আমিও তাই। তিনিও বার্সার হয়ে খেলেছেন, আমিও। আমরা কিছু দিক থেকে মিল রাখলেও, আমি কখনই তার ছায়া হয়ে থাকতে চাই না। আমি আমার পথেই হাঁটতে চাই।’
১৩ জুলাই ১৮ বছরে পা দিতে যাচ্ছেন ইয়ামাল। জন্মদিন ঘিরে থাকছে বিশেষ উদযাপন।তার ঠিক পরেই বার্সেলোনার সঙ্গে একটি দীর্ঘমেয়াদী নতুন চুক্তিতে সই করবেন তিনি।
এই প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘মেসি তার কিংবদন্তি গল্প লিখেছেন, আমি চাই নিজের মতো করে সফল হতে। আমি চাই লোকে লামিন ইয়ামাল নামটা মনে রাখুক –এমন একটি গল্প লিখতে চাই যা শুধু আমার।’
আরআর/টিএ