প্রয়াত দেবশ্রী রায়ের বোন ঝুমা রায়। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। ঝুমার প্রয়াণে শোকের ছায়া মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারেও। সম্পর্কে রানি মুখোপাধ্যায়ের মাসি দেবশ্রী এবং ঝুমা। জানা গিয়েছে, মাসির প্রয়াণের খবর পেয়ে ইতিমধ্যেই মায়ানগরী থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন রানির দাদা রাজা মুখোপাধ্যায়।
সিনেইন্ডাস্ট্রিতে দেবশ্রী রায়ের বোন হিসেবেই পরিচিত ঝুমা। সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানেও দুই বোন একসঙ্গে মাইক হাতে গান গেয়েছিলেন। তবে রুমকি-ঝুমকি জুটির জনপ্রিয়তা বহু আগেই থেকেই।
শিশুশিল্পী হিসেবে দুই বোন অনুষ্ঠানে একাধিকবার একসঙ্গে পারফর্ম করেছেন। দক্ষিণ কলকাতায় অভিনেত্রীর পাশের বাড়িতেই থাকতেন তার বোন। তখন মাত্র তিন, সাড়ে তিন বছর বয়স তাদের। সেইসময়েই তরুণ মজুমদার পরিচালিত ‘কুহেলি’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে ফিল্মি কেরিয়ার শুরু করেন দেবশ্রী।