বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’ এবার নতুন রূপে আসতে চলেছে। প্রায় নিশ্চিত হয়ে গেছে, চতুর্থ পর্বে আবারও এক হচ্ছেন হৃতিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া।
তবে এবার নতুন এক চমক থাকছে—নিজের বাবার আসন নেওয়া হৃতিক রোশন প্রথমবারের মতো পরিচালকের চেয়ারে বসছেন।
যেখানে আগে রাকেশ রোশন ছিলেন এই সুপারহিরো সিরিজের মস্তিষ্ক, এবার সেই দায়িত্ব নিচ্ছেন ছেলে হৃতিক নিজেই। ছবিটির শুটিং শুরু হবে ২০২৬ সালের শুরুতে। প্রিয়াঙ্কা ফিরছেন তাঁর আগের চরিত্রে, ফলে থাকবে পুরনো গল্পের ধারাবাহিকতা আর আবেগের সংযোগ। দর্শকদের ভালোবাসা পাওয়া এই জুটি ফের একসঙ্গে আসছে শুনে ভক্তদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তবে শুধু প্রিয়াঙ্কাই নয়, এই ছবিতে দেখা যাবে আরও এক নতুন নায়িকাকে। যদিও তাঁর নাম এখনো প্রকাশ করা হয়নি। এর পাশাপাশি গল্পে আসছে বড় এক মোড়—টাইম ট্র্যাভেলের কনসেপ্ট। ভবিষ্যতের অ্যাকশন, প্যারালাল টাইমলাইন, এমনকি একাধিক কৃষের সম্ভাবনা নিয়েই তৈরি হবে এই উচ্চাভিলাষী গল্প।
পুরনো চরিত্রদের মধ্যে রেখাকে দেখা যাবে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এক ক্যামিও রোলে। এতে থাকবে মায়ের সঙ্গে সন্তানের মানসিক সংযোগের ছোঁয়া। তবে প্রীতি জিনতার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে, যদিও দর্শকরা তাঁকে ফিরে পেতে চাইছিলেন।
এদিকে ছবির প্রি-প্রোডাকশন চলছে ইয়াশরাজ ফিল্মস স্টুডিওতে। হৃতিক রোশন নিজে স্ক্রিপ্ট চূড়ান্ত করছেন, যেখানে আদিত্য চোপড়াও যুক্ত আছেন। ছবির ভিএফএক্সের জন্য আলাদা একটি বিশেষ দল কাজ করছে প্রি-ভিজুয়ালাইজেশন নিয়ে।
হৃতিক-প্রিয়াঙ্কার স্ক্রিন কেমিস্ট্রি আগেই দর্শকপ্রিয় হয়ে উঠেছিল। প্রিয়াঙ্কার ফেরা এই ছবিকে শুধু আবেগ নয়, ধারাবাহিকতার দিক থেকেও সমৃদ্ধ করবে। আন্তর্জাতিক সাফল্যের পর এটি হতে পারে তাঁর সবচেয়ে বড় বলিউড কামব্যাক।
সব মিলিয়ে বলিউডে সুপারহিরো ঘরানার সবচেয়ে সাহসী রিবুট হতে চলেছে ‘কৃষ ৪’। যদি পরিকল্পনা মতো তৈরি হয়, এটি ভারতীয় সুপারহিরো ইউনিভার্স গড়ার নতুন দিগন্তের সূচনা করবে।
আরআর/টিএ