এক সময়ের গৃহবধূর চরিত্র থেকে আজ দেশের কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি ইরানির জীবনের পথচলা যেন এক পূর্ণাঙ্গ নাটক—যেখানে রয়েছে সংগ্রাম, সাফল্য, জনপ্রিয়তা আর চমক। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'কিঁউ কি সাস ভি কভি বহু থি' দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেই ধারাবাহিক এবার ফিরে আসছে নতুন রূপে। আর সেখানে ফের 'তুলসী' হয়ে ফিরছেন স্মৃতি ইরানি।
এই প্রত্যাবর্তনের খবরে উত্তাল টেলিভিশন দুনিয়া। শুধু ফিরে আসাই নয়, শোনা যাচ্ছে—এই ধারাবাহিকের নতুন অধ্যায়ে স্মৃতির পারিশ্রমিক পর্বপ্রতি ১৪ লক্ষ টাকা। যা এর আগে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে কোনও অভিনেত্রী পাননি।
একসময় যাঁর মাসিক বেতন ছিল ১৫০০ টাকা, যিনি একটি বেকারি কোম্পানির দোকান ধোয়ামোছার কাজ করতেন, সেই স্মৃতি আজ এই উচ্চতায়। সেখান থেকে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ, তারপর সিরিয়ালের সুযোগ। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-তে প্রতিদিনের আয় ছিল মাত্র ১৮০০ টাকা। তখন যাতায়াত করতেন অটোতে, গাড়ির কথা ভাবাই যেত না।
তবে ‘তুলসী ভিরানি’ চরিত্রটি তাঁকে এনে দেয় অভাবনীয় খ্যাতি। টানা আট বছর ধরে চলা এই সিরিয়াল হয়ে ওঠে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে মাইলফলক। সেই তুলসীকে আবার দেখতে পাওয়ার অপেক্ষায় দর্শক।
২০২৫ সালেই সম্প্রচার শুরু হবে ধারাবাহিকটির দ্বিতীয় অধ্যায়ের। এবং সেইসঙ্গে বদলে যাবে পারিশ্রমিকের সংজ্ঞা। বলিউডে যাঁরা বড় পর্দার তারকা, তাঁদেরও পেছনে ফেলেছেন স্মৃতি।
এই ফিরে আসা যেন শুধু অভিনয়ের নয়, নিজের শিকড়ে ফেরার। এক সময়ের অভিনেত্রী, এখন দেশের মন্ত্রী—তবু 'তুলসী' হয়ে পর্দায় ফিরে আসা যেন জীবনেরই আরেক রাজনৈতিক নাটক।
এসএন