কঙ্গনার কঠোর সমালোচনা ও দিলজিতের দেশপ্রেম

বয়কটের ফাঁড়া কাটিয়ে সবে ‘বর্ডার ২’ সিনেমার শুটিং শুরু করেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। তবে ‘সর্দারজি ৩’ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাঞ্জাবি পপস্টারের। পাকস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় ফিল্মি দুনিয়ায় রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন অভিনেতা। বলিউডের ফিল্ম সংগঠনগুলি গতমাসেই চোখ রাঙিয়েছে দিলজিতের বিরুদ্ধে। এমতাবস্থায় বিতর্কের আগেভাগে সই করা সিনেমাগুলো যাতে শেষমুহূর্তে বিশ বাঁও জলে না পড়ে, সেই প্রেক্ষিতেই প্রযোজকরা বাধ্য হয়ে দিলজিৎকে বয়কট না করার আর্জি জানিয়েছেন। তবে পরবর্তী ছবির শুটিংয়ের ঝলক দেখিয়ে গায়ক-অভিনেতা যতই পালটা জবাব দিন না কেন, বিতর্ক কিন্তু থামার নাম নেই! এবার কঙ্গনা রানাউত প্রশ্ন তুললেন দিলজিৎ দোসাঞ্ঝের ‘দেশপ্রেমের অ্যাজেন্ডা’ নিয়ে।



আসলে ‘সর্দারজি ৩’ ছবিতে হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছেন। এদিকে পহেলগাঁও সন্ত্রাসের পর পাকশিল্পীদের রেয়াত করতে নারাজ গোটা দেশ। বলিউডও তখন সুর চড়িয়েছিল। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই দিলজিৎ তাঁর ‘সর্দারজি ৩’ ছবির ঝলক দেখিয়ে বিতর্কে পড়েন। এবার সংশ্লিষ্ট বিষয়ে নিজের মতামত ব্যক্ত করে দিলজিৎকে বিঁধলেন সাংসদ-অভিনেত্রী। কঙ্গনার মন্তব্য, “দেশ গড়ার কাজে তো আমরা সবাই অংশীদার। একজন সৈনিক, একজন রাজনীতিবিদ, একজন তারকা, প্রত্যেকেরই দেশপ্রেম জাহির করার আলাদা পন্থা থাকতে পারে। কিন্তু লক্ষ্য একটাই হওয়া উচিত। সেটা হল- দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এটা তো শুধু সেনার দায়িত্ব নয়!”

এরপরই সাংসদ-নায়িকার সংযোজন, “দেখুন, কেউ দেশপ্রেমের জন্য সৈনিক হওয়ার পথ বেছে নিচ্ছেন, কেউ রাজনীতির ময়দানে থেকে সেই পন্থা অবলম্বন করছেন। আবার অনেকে রয়েছেন, যাদের হয়তো নিজের কোনও আলাদাই অ্যাজেন্ডা আছে। আমি বলছি না এটা থাকা অস্বাভাবিক। কিন্তু দেশের মানমর্যাদা রক্ষার্থে সকলের অনুভূতি এক হবে না কেন? কেন দিলজিৎ নিজস্ব পথ বেছে নেবেন এক্ষেত্রে? কেন দেশের ক্রিকেটাররা আলাদা পন্থা অনুসরণ করবেন? দেশপ্রেমের অনুভূতি আমাদের সকলের এক হওয়া উচিত। এবং সেটা সম্ভব হবে, যদি সব রাজনীতিকদের মধ্যে এই ভাবনাটা ঢোকানো যায়।” আসলে সাংসদ-অভিনেত্রীর আপত্তি, তাঁর নিজের দল বিজেপিই এই চলতি বিতর্কে দিলজিৎ দোসাঞ্ঝের পাশে রয়েছে। সম্প্রতি, ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র আরপি সিং এক্স হ্যান্ডেলে অভিনেতার প্রশংসা করে লিখেছিলেন, “দিলজিৎ দোসাঞ্ঝ শুধুমাত্র একজন খ্যাতনামা শিল্পী নন। বরং একজন জাতীয় সম্পদ এবং বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতির দূত।” শুধু তাই নয়, পাঞ্জাব বিজেপিরক তরফেও সাংবাদিক বৈঠক ডেকে দিলজিতের পাশে থাকার কথা জানানো হয়। সেই প্রেক্ষিতেই হয়তো রাজনীতিবিদদের কথা উল্লেখ করেছেন কঙ্গনা রানাউত।

এমকে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সিএনজি চালকদের সড়ক অবরোধ, বনানীতে তীব্র যানজট Jul 13, 2025
img
আগামী বছরের হজের খরচ আরও কমিয়ে আনার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা Jul 13, 2025
img
ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ Jul 13, 2025
প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াত Jul 13, 2025
যে আমল করলে মৃত্যুর পর সওয়াব পাবেন | ইসলামিক জ্ঞান Jul 13, 2025
সাকিবের জন্য দরজা খোলা, কিন্তু দেশের বাস্তবতা কি তাকে ফিরতে দেবে? Jul 13, 2025
ফুটবলের চারবারের চ্যাম্পিয়ন ইতালি এবার প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে Jul 13, 2025
জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ, ছয় জেনারেলের ওপর নজর দুদকের Jul 13, 2025
img
কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম Jul 13, 2025
img
কুড়িগ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩ Jul 13, 2025
img
জেনেলিয়ার চোখে ‘সিতারে জামিন পার’-এর সাফল্য কেমন? Jul 13, 2025
img
থিয়েটার নয়, ওটিটিতেই আসছে জন আব্রাহামের ‘তেহরান’ Jul 13, 2025
img
ত্রিদেশীয় সিরিজে ডাক পেলেন কনওয়ে, ছিটকে গেলেন ফিন অ্যালেন Jul 13, 2025
img
রোনালদো রিয়ালে সতীর্থ ও স্টাফদের যে চমকে যাওয়া উপহার দিয়েছিলেন! Jul 13, 2025
img
যাকে দেখতে গিয়েছিলাম, তাকেই বিয়ে করেছি : জোভান Jul 13, 2025
img
এক সিনেমায় চার আল্লু অর্জুন, অ্যাটলির ছবিতে চমক Jul 13, 2025
img
মেসির অনন্য কীর্তি, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল Jul 13, 2025
img
ইসির প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ বাদ চায় এনসিপি Jul 13, 2025
img
আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করতেও চাই না : অপু বিশ্বাস Jul 13, 2025
img
চিহ্নিত অপরাধী ধরতে এখন থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 13, 2025