গত বছরের জানুয়ারিতে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তাদের মধ্যে দেড় বছরের প্রেমের সম্পর্ক।
বিয়ে হয়েছে পারিবারিকভাবেই। যদিও জোভানের এই বিয়ের খবর ভক্তরা জানতে পারে তাঁর এক ফেসবুকে পোস্টের মাধ্যমে।
যাইহোক, জোভানের বিয়ের দেড় বছর অতিক্রম হলো। অভিনয়ের সুত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন বিনোদন মাধ্যমের বাইরের একজনকে।
এ বিষয়ে জোভান সাম্প্রতিক সময়ে বলেন, ‘আমি একজন মেয়েকে দেখতে গিয়েছি, তাকেই বিয়ে করেছি। আমি আর কোনো মেয়েই দেখতে যাইনি।’
জানুয়ারি মাসের ১২ তারিখে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন।
কিন্তু ছবিগুলোতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায় না।
অবশেষে সংবর্ধনা অনুষ্ঠানে ফারহান তাঁর ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করলেও তাঁর সহকর্মীরা একাধিক ছবি পোস্ট করেন। সেসব ছবিতে ফুটে ওঠে মজার গল্প। কখনো স্ত্রীকে নিয়ে জোভানের মাথায় হাত কখনো বন্ধুদের মুখ বন্ধ।
ছোটপর্দার নির্ভরশীল অভিনেতা জোভান।
২০১১ সালে বিনোদন মাধ্যমে যোগ দেন জোভান। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।
এমকে/টিকে