সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি নিজের ব্যক্তিগত জীবনের কথা বললেন অভিনেত্রী আনুশকা। প্রেম, সম্পর্ক আর ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চললেও তিনি স্পষ্ট করে জানালেন
এই মুহূর্তে তাঁর জীবনে বিশেষ কেউ নেই।
অনেক দিন ধরেই আনুশকার প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। বিভিন্ন সময় তাঁর সহঅভিনেতাদের সঙ্গেও নাম জড়িয়েছে। তবে অভিনেত্রী নিজেই সেই জল্পনায় ইতি টানলেন। তিনি বলেন, “মানুষ ভাবতে ভালোবাসে। গল্প তৈরি হয়। কিন্তু সত্যিটা খুব সোজা এই সময়ে আমার জীবনে বিশেষ কেউ নেই।”
আনুশকা আরও জানান, এখন তিনি নিজের কাজেই পুরো মনোযোগ দিতে চান। “আমি এখন নিজেকে আরও ভালো করে চিনছি। নিজের সঙ্গে সময় কাটাচ্ছি। কাজ আর পরিবার নিয়েই আছি। সম্পর্কের জন্য কোনো তাড়া নেই,” বললেন তিনি।
অভিনেত্রীর কথায়, প্রেম বা সম্পর্কের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। আগে হয়তো খুব তাড়াহুড়ো করে কিছু ভাবতেন, এখন আর করেন না। “যদি কখনো কারো সঙ্গে সত্যিই গভীর সম্পর্ক তৈরি হয়, সেটা সময় নিয়েই হবে,” যোগ করেন আনুশকা।
বর্তমানে তিনি কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, নিজের অভিনয় ক্ষমতাকে আরও শান দেওয়া এ নিয়েই তাঁর যত ভাবনা।
দর্শকরা আনুশকাকে পর্দায় যেমন দৃঢ় আর স্পষ্টভাষী চরিত্রে দেখেন, বাস্তব জীবনেও তিনি তেমনই স্পষ্ট। তাঁর এই স্বীকারোক্তি যেন নতুন করে চিনিয়ে দিল এক খোলা মনের মানুষকে, যিনি সম্পর্ক নিয়ে গোপনীয়তার বদলে সত্যিটাই ভাগ করে নিতে ভয় পান না।
এমকে/টিকে