ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার খবরটি ভুয়া বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম পিআর বি এম রওশন কবীর।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বি এম রওশন কবীর বলেন, বিমানে কোনো বোমা বা এ জাতীয় কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে। শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।
এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট যখন ট্যাক্সিতে, তখন অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে।
এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।
তারা জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। এরপর বিমানটিতে তল্লাশি চালানো হয়। কিন্তু এ জাতীয় কিছুই মেলেনি।
আরআর/টিকে