সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়ে যাওয়াই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শুক্রবার (১১ জুলাই) নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তৃতা করেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ৭-৮ মাস ক্ষমতায় থাকবে। আমাদের দায়িত্ব সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়ে যাওয়া।’
তিনি বলেন, ‘আমরা চাই এই শাসন ব্যবস্থায় এমন কোনো সংবাদ যেন পাঠ করতে না হয়, যেটা সংবাদকর্মীদের ইচ্ছার বিরুদ্ধে যায়।’
ড. ওয়াহিদউদ্দিন বলেন, আর কখনও যেন ফ্যাসিবাদীদের দেয়া সংবাদ পাঠ করতে না হয়, আমরা তা নিশ্চিত করতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের জনগণ আগামী দিনে ভোটাধিকার প্রয়োগ করবে। শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে। সেটা যারা বুঝবে না, দেশের মানুষ তাদের মালিকানা তাদের হাতে তুলে দেবে না।
তিনি বলেন, রাজনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ভিন্নমত থাকবে। কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে। এটা করা না গেলে যত সংস্কারই করা হোক, কোনো লাভ হবে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই দায়বদ্ধতা নিশ্চিত করতে গণমাধ্যমের মধ্যে পরিবর্তন আনতে হবে, যারা জবাবদিহিতা নিশ্চিত করবে।
টিকে/