দক্ষিণ ভারতীয় সিনেমার দুই শক্তিশালী নাম এবার এক ছবিতে। কার্তির ২৯তম ছবিতে থাকছেন তেলুগুর জনপ্রিয় নানি, শোনা যাচ্ছে এক বিশেষ উপস্থিতিতে দর্শককে চমকে দেবেন তিনি। পিরিয়ড গ্যাংস্টার ঘরানার এই ছবির পটভূমি উপকূলীয় অপরাধজগৎ। শুরু থেকেই ছবিটি নিয়ে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা আর কৌতূহল।
পরিচালক তামিঝ, যিনি এর আগে তানাক্কারান বানিয়েছিলেন, এবার রুক্ষ, বাস্তববাদী গ্যাংস্টার ড্রামা নিয়ে হাজির হচ্ছেন। ছবির গল্পে থাকবে উপকূল অঞ্চলের অন্ধকার জগৎ, ক্ষমতার লড়াই আর প্রতিশোধের গল্প। কার্তি এই ছবিতে প্রধান চরিত্রে, তাঁর কেরিয়ারের ২৯তম ছবি হিসেবে এটিকে দেখা হচ্ছে নতুন উচ্চতার প্রয়াস হিসেবে।
ছবিতে আরও আছেন মালায়ালামের তারকা নিবিন পাউলি, যিনি তামিল ছবিতেও নিজের অবস্থান শক্ত করছেন। নারী চরিত্রে থাকছেন কল্যাণী প্রিয়দর্শিনী, যিনি এই রুক্ষ গল্পে নিজের রোমাঞ্চকর উপস্থিতি দিয়ে আলাদা রঙ যোগ করবেন।
সবচেয়ে বড় চমক হচ্ছে নানির অংশগ্রহণ। শোনা যাচ্ছে, নানি থাকবেন বিশেষ উপস্থিতিতে, যা দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়াবে। এই অংশকে ঘিরে এখন থেকেই জোর গুঞ্জন, কারণ নানির সিনেমা হিট-৩ এর ক্লাইম্যাক্সে কার্তির উপস্থিতি ছিল দর্শকের কাছে বড় চমক। এবার সেই বন্ধুত্বের পাল্টা সম্মান জানাতে নানি থাকবেন কার্তির ছবিতে।
দক্ষিণ ভারতের সিনেমায় ভাষা আর ইন্ডাস্ট্রি পেরিয়ে এমন ক্রসওভার এখন নতুন ট্রেন্ড। এই ধরনের বিনিময় শুধু সিনেমার বাজারকে বড় করছে না, বরং গল্পে নতুন মাত্রা যোগ করছে।
প্যান-ভারতীয় দর্শকের জন্য তৈরি হচ্ছে এক অভিন্ন অভিজ্ঞতা।
এই ছবির শুটিং শিগগিরই শুরু হবে। তার আগে কার্তি ব্যস্ত আছেন ভা ভাইথিয়ার আর সর্দার ২ ছবির কাজ নিয়ে। সবমিলিয়ে, কার্তি, নিবিন, কল্যাণী আর নানির এক ছবিতে থাকা মানেই দক্ষিণের দুই ভাষার সেরা তারকাদের একত্রে দেখা, যা সিনেমা হলে নতুন অভিজ্ঞতা দেবে দর্শককে।
আরআর/টিকে