রাজধানীতে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের বিচার চাই’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, রাজধানীতে একজন নাগরিককে শুধুমাত্র চাঁদা না দেওয়ায় পাথর ছুড়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের বর্বরতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। অপরাধী যেই দলেরই হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষার্থীরা আরো বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। চাঁদা না দেওয়ায় যুবদল নেতা মঈনসহ দুজন এই হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা শুরু হয়।