আনিসুল, সালমান ও মজুমদার রিমান্ড শেষে কারাগারে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ জুলাই রাজনৈতিক বনানী থানায় অবৈধ অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুইদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। দুইদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াদুল হক। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানায় মো. আমিন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় গত ২৭ জানুয়ারি সালমান এফ রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাহিদুল ইসলাম। আমিন হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থলেই মারা যান ভিকটিম মো. আমিন। এ ঘটনার ভিকটিমের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার করা মামলায় নজরুল ইসলাম মজুমদারের গত ১২ ফেব্রুয়ারি পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। পাঁচদিনের রিমান্ড শেষে আজ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মজিদ।

ইমন হোসেন গাজী হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আনিসুল হক নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাদের ঢাকার বিভিন্ন থানায় কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন। গত ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেন ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।




ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ফেনীর বন্যা : পানি নামছে ধীর গতিতে, ফুটে উঠছে ক্ষতচিহ্ন Jul 12, 2025
img
চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসা করা নিয়েই মিটফোর্ডের সামনের ঘটনা ঘটেছে: পুলিশ Jul 12, 2025
img
রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি: আলী রীয়াজ Jul 12, 2025
img
গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে : নাহিদ Jul 12, 2025
কেন যাত্রীর মা ফোন করেছিলেন কাঠমান্ডুগামী বিমানে Jul 12, 2025
সেনাবাহিনী দিয়ে বাঁধ নির্মাণের বিষয়ে ভাবছে সরকার; উপদেষ্টা ফারুক ই আজম Jul 12, 2025
'তুমি পাম দিতেছো সমস্যার কথা বলো'-পুলিশ সদস্যকে স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 12, 2025
img
রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের Jul 12, 2025
img
কিউবার প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র Jul 12, 2025
img
চাঁদাবাজদের বিরুদ্ধে মিটফোর্ডে ছাত্রশিবিরের বিক্ষোভ Jul 12, 2025
img
বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না : মঈন খান Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনা একটা সাজানো মঞ্চ : চবি ছাত্রদল নেতা Jul 12, 2025
অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে Jul 12, 2025
img
‘ব্যাক বেঞ্চার’ শব্দটাই মুছে দিচ্ছে কেরলের স্কুল Jul 12, 2025
আল্লাহ যে ৩ সময় হাসেন | ইসলামিক জ্ঞান Jul 12, 2025
img
মিটফোর্ডের হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ: রুমিন ফারহানা Jul 12, 2025
img
খাগড়াছড়িতে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর Jul 12, 2025
কলেজে ভর্তিতে বড় পরিবর্তন, আবেদন শুরু জুলাইয়ের শেষে Jul 12, 2025
img
ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্নের মুখে কোচ সালাউদ্দিন Jul 12, 2025
img
‘জীবন খুবই অনিশ্চিত’, জোতাকে স্মরণ করে আবেগঘন মন্তব্য সিরাজের Jul 12, 2025