রাজধানীর মিটফোর্ট হাসপাতালের মূল ফটকে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার পর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল, এ এফ রহমান হল, নিরাপত্তা দপ্তর প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদেরকে 'সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না', 'যুবদলের অনেক গুণ, পাথর মেরে করছে খুন', 'বিএনপির অনেক গুণ, দশ মাসে একশো খুন', 'আমার ভাই মরলো কেন? তারেক জিয়া জবাব দে', 'লীগ মারত বুলেট দিয়ে, দল মারে পাথর দিয়ে', 'লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান সোহাগ বলেন, “একটি দল তাদের নেতাকর্মীদেরকে দিয়ে গত ১০ মাসে একশো খুন করেছে। মেয়েকে বিয়ে দেয়নি বলে বাবাকে হত্যা করেছে। যেই দলের আশ্রয়-প্রশ্রয়ে চাঁদাবাজ খুনি থাকবে, সেই দলের ঠিকানা এই বাংলায় হবে না।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন,“ এই জুলাই আমাদের কাছে কঠিন না, গত জুলাই আমাদের কাছে আরও কঠিন ছিল। তোমরা আমাদেরকে পাথর মেরে দাবায় রাখতে পারবা না। নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজ, দখলদার, খুনি, সন্ত্রাসীদের জায়গায় হবে না।”
ইউটি/টিএ