দীর্ঘদিনের বিরতির পর তেলুগু সিনেমায় আবার ফিরছেন পুজা হেগড়ে। এবার তিনি জুটি বাঁধছেন প্যান-ইন্ডিয়া তারকা দুলকার সালমানের সঙ্গে, আর পরিচালনার আসনে রয়েছেন নতুন মুখ রবি। প্রযোজনায় আছে সুধাকর চেরুকুরির এসএলভি সিনেমাস, যারা এর আগেও একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছে। অফিসিয়াল ঘোষণা খুব শিগগিরই প্রকাশিত হবে বলে জানা গেছে।
তেলুগু সিনেমায় একসময় ব্লকবাস্টার কুইন হিসেবে পরিচিত ছিলেন পুজা। মহেশ বাবু, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, প্রভাসের মতো তারকাদের সঙ্গে কাজ করে নিজের অবস্থান শক্ত করেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক ব্যর্থ ছবির কারণে তাঁর ক্যারিয়ার পড়েছিল ধসের মুখে। এই অবস্থায় দুলকার সালমানের মতো বহুমাত্রিক ও জনপ্রিয় অভিনেতার বিপরীতে এই কামব্যাক অনেক কৌশলগত বলে মনে করছেন অনেকে।
এই মুহূর্তে দুলকার কাজ করছেন ‘কান্তা’ ও ‘আকাশমলো ওকা তারা’ নামে দুটি ছবিতে। তাঁর তেলুগু জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আর পুজার সঙ্গে নতুন জুটি দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি করছে। নতুন পরিচালক রবি কেমন গল্প বলবেন, তা এখনই বলা না গেলেও এই কাস্টিং চমক ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
সব মিলিয়ে এই নতুন সিনেমাটি হতে পারে পুজা হেগড়ের জন্য মোড় ঘোরানো এক কামব্যাক। নতুন পরিচালক, নতুন জুটি এবং দুলকারের তেলুগু ফ্যানবেস — এই তিনের সমন্বয়ে টলিউডে পুজার ‘রিডেম্পশন আর্ক’ শুরু হতেই পারে।
এফপি/ টিএ