দুনিয়া কাঁপানো ওয়েবটুন Solo Leveling এবার লাইভ-অ্যাকশন রূপে আসছে পর্দায়—Netflix ঘোষণা করেছে, জনপ্রিয় কোরিয়ান অভিনেতা বেয়ন-উ-সেয়ক অভিনয় করবেন মুখ্য চরিত্র সং জিন-উ’র ভূমিকায়। এই খবর সামনে আসতেই উত্তাল হয়ে উঠেছে কোরিয়ান ড্রামা ও অ্যানিমে অনুরাগীরা।
২০১৬ সালে KakaoPage-এ প্রকাশিত এই ওয়েবটুনটি এর মধ্যেই ১৪.৩ বিলিয়ন ভিউ অতিক্রম করেছে। লেখক চুগং-এর লেখা ও ডুবু-র আঁকায় তৈরি এই গ্রাফিক নভেল ইংরেজিতে প্রকাশ করে ইয়েন প্রেস। এই কাহিনির উপর ভিত্তি করেই A-1 পিকচারস তৈরি করে অ্যানিমে ভার্সন, যা প্রচারিত হয় ক্রাঞ্চিরোলে এবং ৯টি Anime Award জিতে নেয়।
এক ভয়াল পৃথিবী, যেখানে ইন্টারডাইমেনশনাল গেট খুলে মনস্টার হানা দেয়। মানুষকে রক্ষা করে হান্টার নামক একদল বিশেষ ক্ষমতাধর যোদ্ধা। এদের মধ্যেই অন্যতম দুর্বল, একেবারে নিচের স্তরের ই-র্যাঙ্ক হান্টার সং জিন-উ, মৃত্যুর মুখ থেকে ফিরে The System-এর একমাত্র ব্যবহারকারী হয়ে ওঠেন এবং ক্রমশ হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী হান্টার।
পরিচালনায় রয়েছেন Ashfall খ্যাত লি হে-জুন ও কিম বিয়ং-সিও। মূল চরিত্রে বেয়ন-উ-সেয়ক , যিনি 20th Century Girl, Lovely Runner ও Strong Girl Nam-soon-এর মতো কাজের জন্য পরিচিত।
সং জিন-উ চরিত্রে বেয়ন-উ-সেয়কের আবেগপ্রবণতা, স্ক্রিন-প্রেজেন্স এবং গভীরতা তুলে ধরার ক্ষমতা তাঁকে অনন্য করে তুলেছে। অনেক ভক্ত বলছেন, যেভাবে হেনরি ক্যাভিল সুপারম্যান চরিত্রে চিরকালীন হয়ে গেছেন, সেভাবেই বিয়ন হয়ে উঠতে পারেন লাইভ-অ্যাকশন সং জিন-উর স্থায়ী প্রতিমূর্তি।
Netflix-এর প্রযোজনায়, এক দুর্দান্ত পরিচালক জুটি আর তরুণ তারকার ক্যারিশমা—সব মিলিয়ে Solo Leveling লাইভ-অ্যাকশন হতে চলেছে এক বৈশ্বিক ফ্যান্টাসি-অ্যাকশন মহাধামাকা।
এফপি/টিএ