টেস্ট ক্রিকেটের ইতিহাসে খুব অল্প কিছু খেলোয়াড়েরই আছে ব্যতিক্রমী এক রেকর্ড। দুটি দেশের হয়ে টেস্ট খেলার কীর্তি আছে মাত্র ১৭জনের। তাদেরই একজন পিটার মুর। টেস্ট খেলেছেন জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের জার্সি গায়ে। এবার মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই উইকেটকিপার।
জিম্বাবুয়ের হারারেতে জন্ম হলেও পিটার মুরের গায়ে বইছে আইরিশ রক্ত। ২০১৪ সালে জিম্বাবুয়ের জার্সিতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় মুরের। এরপর ২০১৬ সালে টি-টোয়েন্টি ও টেস্টে অভিষেক যথাক্রমে আফগানিস্তান ও নিউজিল্যাণ্ডের বিপক্ষে। জিম্বাবুয়ের হয়ে মুর ৮টি টেস্ট ও তার ক্যারিয়ারের ৪৯টি ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টির সবগুলো খেলেছেন।
২০২২ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন মুর। পিতার দিক থেকে আইরিশ বংশোদ্ভূত হওয়ার দেশটির পাসপোর্ট লাভ করেন তিনি। ২০২৩ সালের মার্চ-এপ্রিলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবারের মতো আয়ারল্যান্ড দলে ডাক পান তিনি। আয়ারল্যান্ডের হয়ে মোট ৭টি টেস্ট খেলেছেন তিনি। সবশেষ গত ফেব্রুয়ারিতে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার টেস্ট খেলেন তিনি।
আয়ারল্যান্ডের হয়ে প্রথম টেস্টের আগে মুর ইএসপিএন-ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি বিশ্বাস করি শীর্ষ পর্যায়ে এখনও তিন থেকে চার বছর ক্রিকেট খেলার সামর্থ আমার আছে। এমনকি আমার মনে হয় শেষ কয়েক বছরে আমি জিম্বাবুয়ের হয়ে বেশ কয়েকটি বিশ্বকাপ মিস করেছি। আশা করি আয়ারল্যান্ডের হয়ে আগামী বিশ্বকাপে খেলতে পারব।'
তবে, মুর আয়ারল্যান্ডের হয়ে কখনোই ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি। জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্টে ৩৫.৫৩ গড়ে পাঁচটি অর্ধশতক হাঁকালেও আয়ারল্যান্ডের জার্সিতে তার ফর্মের বিস্ময়করভাবে পতন হয়। সাত টেস্টে মাত্র ১৪.৩৫ গড়ে রান করেছেন, অর্ধশতক মাত্র একটি। তবে সেই অর্ধশতকটি ২০২৪ এর জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়ের ম্যাচে এসেছিল।
এমকে/টিকে