সালমান আগা যামানায় পাকিস্তান টি-২০ দলে বাবর আজমকে বিবেচনা করছে না। মাইক হেসন সাদা বলের কোচ হওয়ার পরও টি-২০ দলের বাইরেই রয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে আজম এই বছর একটি ম্যাচও খেলেননি, সর্বশেষের হিসাবে সংখ্যাটি ৮।
বাংলাদেশ মে মাসে পাকিস্তানে সফর করেছিল। ওই সফরের টি-২০ সিরিজে বাবর ছিলেন না। ৩টি টি-২০ খেলতে পাকিস্তান চলতি মাসে বাংলাদেশে সফরে আসবে। এই সিরিজেও মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো বাবর আজমও নেই।
বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়ার পরই গুঞ্জনটা ওঠে মাইক হেসন নাকি বাবরকে দলে জায়গা পেতে উইকেট সামলানোর প্রস্তাব দিয়েছেন। বাবর আন্তর্জাতিক ক্রিকেটে ৩১৮টি ম্যাচে খেলেছেন। এর একটিতেও উইকেট সামলাননি। তাকেই হেসন উইকেটকিপার হওয়ার প্রস্তাব দিলেন?
এই গুঞ্জনকে গুজব আখ্যা দিলেন হেসন। ক্রিকইনফোকে তিনি বলেন, ‘প্রথমত, বাবর আজমকে উইকেটকিপার হিসেবে দেখা হয় না। জানি এটা (গুঞ্জন) কোথা থেকে এলো। আমিও গুঞ্জন শুনেছি। বাবর এই মুহূর্তে ওপেনিং পজিশনের লড়ছে। স্পষ্টতই, এই দুটি পজিশনের জন্য আমাদের কাছে ফখর (জামান) এবং সাইম (আইয়ুব) রয়েছেন।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসাবে বাবর আজমের স্থান দুইয়ে। ১২৮ ম্যাচে ৪২২৩ রান করেছেন। তার বিরুদ্ধে ধীরগতিতে খেলার অভিযোগ আছে। ১২৯.২২ স্ট্রাইকরেটে ব্যাট করেন তিনি। হেসন বলেন, ‘কোনো সন্দেহ নেই যে টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেট গুরুত্বপূর্ণ। আপনাকে রানের সঙ্গে এটার সমন্বয় করতে হবে। টি-২০ ক্রিকেটে আমাদের র্যাঙ্কিং কম হওয়ার এটা একটা ভালো কারণ। ব্যাটিংয়ের দিক থেকে আমাদের স্ট্রাইকরেট যথেষ্ট বেশি নয়। আমরা অবশ্যই শেষ সিরিজে কিছু পরিবর্তন এনেছি। কারণ আধুনিক খেলাটি এমনই।’
এমকে/টিকে