আওয়ামী লীগ সরকারের পতনের ১১ মাস পার হলেও দেশে ফিরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেরার সম্ভাব্য তারিখ নিয়ে দলে ও রাজনৈতিক মহলে বারবার আলোচনা উঠলেও এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা আসায় তারেক রহমানের প্রত্যাবর্তনের জল্পনা আবারও জোরালো হয়েছে। বিএনপির ভেতরে প্রস্তুতি থাকলেও দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে এখনো।
এদিকে রাজনীতিতে উত্তাপ বেড়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৯ জুলাইয়ের ঘোষণায়, যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়। এর ফলে তারেক রহমানের ফিরে আসা এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দলের সাংগঠনিক ও কৌশলগত প্রয়োজন হিসেবেও দেখা হচ্ছে। গত মাসে লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা বাড়ে। বিএনপির শীর্ষ নেতারা একাধিকবার বলেছেন তিনি ‘শিগগিরই ফিরছেন’, কিন্তু সেই ‘শিগগিরই’ কবে, তা নিয়ে কেউ স্পষ্ট নন।
অন্যদিকে ৬ আগস্ট ঢাকায় বিএনপির বিজয় মিছিল আয়োজনের পরিকল্পনার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি যুক্ত হওয়ায় গুঞ্জন ছড়িয়েছে নতুন করে। বিশাল জনসমাগম ও গণঅভ্যর্থনার প্রস্তুতি থাকলেও এখনও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা আসেনি। বিএনপির মিডিয়া সেল জানায়, সুনির্দিষ্ট দিন ঘোষণা হলে তা দলের পক্ষ থেকে জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন ঘিরে দলের ভিত মজবুত করতে হলে তারেক রহমানের এখনই দেশে ফেরা জরুরি। এটি হবে শুধু দলের জন্য নয়, দেশের গণতন্ত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছেন তারা।
টিকে/